CKEditor 5 Sample
ঢাকা ২০ নভেম্বর, ২০২৫

জাহানারাকে পাল্টা জবাব দিলেন জ্যোতি

#
news image

জাতীয় দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানার আলম। আপাতত আছেন জাতীয় দলের বাইরে। থাকেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের মধ্যে সিন্ডিকেট তৈরি, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলা, সিনিয়রদের অসম্মান করাসহ বেশ কিছু অভিযোগ করেছেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে।

এবার সেসব নিয়ে মুখ খুলেছে জ্যোতি। আজ বুধবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জ্যোতি। যেখানে তিনি দাবি করেছেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ থেকেই এমন বক্তব্য দিয়েছেন জাহানার।

নিজের সেই স্ট্যাটাসে জাহানারা লিখেছেন, ‘কিছু বলছিনা তার মানে এই না, বলতে পারিনা, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার। এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে, তখন এতো নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’

জ্যোতি বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে। তখনি সেই দলটার প্রতি টা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু ‘


তবে কঠিন সময়ে যারা পাশে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি!’

এর আগে গতকাল জাহানারার বক্তব্যকে সর্ম্পূণ ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছিল বিসিবি। সেই বিবৃতিতে বিসিবি বলে, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি।’

বিবৃতিতে বলা হয়, ‘বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৫,  5:14 PM

news image

জাতীয় দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানার আলম। আপাতত আছেন জাতীয় দলের বাইরে। থাকেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলের মধ্যে সিন্ডিকেট তৈরি, জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলা, সিনিয়রদের অসম্মান করাসহ বেশ কিছু অভিযোগ করেছেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে।

এবার সেসব নিয়ে মুখ খুলেছে জ্যোতি। আজ বুধবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জ্যোতি। যেখানে তিনি দাবি করেছেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ থেকেই এমন বক্তব্য দিয়েছেন জাহানার।

নিজের সেই স্ট্যাটাসে জাহানারা লিখেছেন, ‘কিছু বলছিনা তার মানে এই না, বলতে পারিনা, কিছু বলার নাই এমন! দলটা আমাদের সবার। এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে, তখন এতো নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’

জ্যোতি বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে। তখনি সেই দলটার প্রতি টা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু ‘


তবে কঠিন সময়ে যারা পাশে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি!’

এর আগে গতকাল জাহানারার বক্তব্যকে সর্ম্পূণ ভিত্তিহীন ও মনগড়া বলে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছিল বিসিবি। সেই বিবৃতিতে বিসিবি বলে, ‘বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি।’

বিবৃতিতে বলা হয়, ‘বোর্ড মনে করে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।