CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

দেখা মিলল মডেল রিয়ার

#
news image

বাংলাদেশের অন্যতম মডেল ফারজানা রিয়া চৌধুরী। নব্বই দশকে বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলো ছড়িয়েছেন। মডেলিংয়ের সাফল্যে করেছেন অভিনয়ও। নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন রিয়া। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের বিজ্ঞাপনচিত্রে পল্লবের সঙ্গে তাঁর উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ধীরে ধীরে অভিনয়েও যুক্ত হন তিনি। তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং-দুই মাধ্যম থেকেই নিজেকে গুটিয়ে নেন রিয়া। বর্তমানে পুরোপুরি সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় মডেল।

দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে দূরে রিয়া। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাঁকে দেখা যায়। সেখানে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার বাংলাদেশে আসাকে উপলক্ষ করেই এই আড্ডার আয়োজন করা হয়।

আড্ডার প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। তিনি বলেন, বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পর্ক নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে পছন্দ করেন তিনি। আমরা যাঁরা তাঁর কাছের মানুষ, সেই চাওয়াকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় সময় কেটেছে।

 

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৬,  1:35 PM

news image
মডেল ফারজানা রিয়া চৌধুরী

বাংলাদেশের অন্যতম মডেল ফারজানা রিয়া চৌধুরী। নব্বই দশকে বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলো ছড়িয়েছেন। মডেলিংয়ের সাফল্যে করেছেন অভিনয়ও। নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন রিয়া। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের বিজ্ঞাপনচিত্রে পল্লবের সঙ্গে তাঁর উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। এরপর ধীরে ধীরে অভিনয়েও যুক্ত হন তিনি। তবে বিয়ের পর অভিনয় ও মডেলিং-দুই মাধ্যম থেকেই নিজেকে গুটিয়ে নেন রিয়া। বর্তমানে পুরোপুরি সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন নব্বই দশকের এই জনপ্রিয় মডেল।

দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে দূরে রিয়া। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র থেকে তিনি সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাঁকে দেখা যায়। সেখানে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙ স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার বাংলাদেশে আসাকে উপলক্ষ করেই এই আড্ডার আয়োজন করা হয়।

আড্ডার প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। তিনি বলেন, বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গে রিয়ার এখন আর সম্পর্ক নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে পছন্দ করেন তিনি। আমরা যাঁরা তাঁর কাছের মানুষ, সেই চাওয়াকে সম্মান জানাই। দেশে আসার পর কথা প্রসঙ্গে কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় সময় কেটেছে।