CKEditor 5 Sample
ঢাকা ২০ নভেম্বর, ২০২৫

আ’ লীগের ‘লকডাউন’, জনমনে আতঙ্ক

#
news image

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, অনলাইনে ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
আওয়ামী লীগের এই কর্মসূচির দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ নির্ধারণ করার কথা রয়েছে, যার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
সন্দেহভাজন আটক: নাশকতার উদ্দেশ্যে কেউ মাঠে নামলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা থেকে আওয়ামী লীগ কর্মীরা যেন ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর চেকপোস্ট বসানো হয়েছে এবং আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ: আওয়ামী লীগ কর্মীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সেনাবাহিনীর অবস্থান: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার না করার সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ নিয়ে কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
গত কয়েক দিনে রাজধানীতে ১৭টি বিস্ফোরণ এবং ৯টি যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো জনমনে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে, অনতিবিলম্বে আমরা তাদেরকে ধরে ফেলব।’ তিনি জানান, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই ঐক্য: আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চা ১৩ নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগের কৌশল: দলীয় সূত্রগুলো জানাচ্ছে, আওয়ামী লীগের এই কর্মসূচির উদ্দেশ্য এখনই সফল হওয়া নয়। বরং এর মাধ্যমে তারা সরকারকে ব্যতিব্যস্ত করে তোলা, দলীয় কর্মীদের শক্তি-সামর্থ্য দেখা এবং সরকারের দমননীতির ভিডিও ধারণ করে আন্তর্জাতিক মহলে তা তুলে ধরার কৌশল নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার কঠোর অবস্থানে থাকায় আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে রাজনৈতিক মীমাংসা না হলে এ ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি বারবার তৈরি হতে পারে।

এদিকে বৃহস্পতিবারের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু নাশকতার খবর পাওয়া গেছে। এরমধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় পৌঁছালে এ ঘটনাটি ঘটে। রেলওয়ের ২৯৮ নং পিলারের পাশে কর্তব্যরত রেলকর্মীরা রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা সংকেত পাঠিয়ে ট্রেন থামিয়ে দেন। পরবর্তীতে রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যদি ট্রেনটি সামান্য বিলম্বে থামানো হতো, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনও ক্ষতি হয়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে ব্যাংকের আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
গাজীপুরে দুটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে এসব ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভোরে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ‘ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়।’
ফুলবাড়িয়ায় বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
খুলনা শহরে নিরাপত্তা জোরদার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িয়েছে সেনা টহল। খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি কমিশনার জুলফিকার আলি হায়দার বলেন, ১৩ নভেম্বর পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বিধান ও অস্তিত্বিশীলতা সৃষ্টির তৎপরতা দমনের লক্ষ্যে দুই দিন আগেই পুলিশের টহল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
কিশোরগঞ্জে বাসে আগুন: কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বাজিতপুর-ঢাকা সড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল তিশা পরিবহনের একটি বাস। হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পিছনের বাম পাশের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আশপাশের মানুষ ও ডিউটিরত পুলিশ দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হেলপার। আগুনে বাসের পিছনের বাম দিকের দ্বিতীয় সিটের ওপরের অংশ আংশিক পুড়ে যায়।

ইউসুফ আলী বাচ্চু

১২ নভেম্বর, ২০২৫,  6:04 PM

news image

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, অনলাইনে ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা ও জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
আওয়ামী লীগের এই কর্মসূচির দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ নির্ধারণ করার কথা রয়েছে, যার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
সন্দেহভাজন আটক: নাশকতার উদ্দেশ্যে কেউ মাঠে নামলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা থেকে আওয়ামী লীগ কর্মীরা যেন ঢাকায় প্রবেশ করতে না পারে, সেজন্য ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর চেকপোস্ট বসানো হয়েছে এবং আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।
খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ: আওয়ামী লীগ কর্মীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সেনাবাহিনীর অবস্থান: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার না করার সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ নিয়ে কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
গত কয়েক দিনে রাজধানীতে ১৭টি বিস্ফোরণ এবং ৯টি যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো জনমনে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে, অনতিবিলম্বে আমরা তাদেরকে ধরে ফেলব।’ তিনি জানান, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই ঐক্য: আওয়ামী লীগের কর্মসূচির বিপরীতে ‘জুলাই ঐক্য’ নামের একটি মোর্চা ১৩ নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
আওয়ামী লীগের কৌশল: দলীয় সূত্রগুলো জানাচ্ছে, আওয়ামী লীগের এই কর্মসূচির উদ্দেশ্য এখনই সফল হওয়া নয়। বরং এর মাধ্যমে তারা সরকারকে ব্যতিব্যস্ত করে তোলা, দলীয় কর্মীদের শক্তি-সামর্থ্য দেখা এবং সরকারের দমননীতির ভিডিও ধারণ করে আন্তর্জাতিক মহলে তা তুলে ধরার কৌশল নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার কঠোর অবস্থানে থাকায় আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে রাজনৈতিক মীমাংসা না হলে এ ধরনের সংঘাতপূর্ণ পরিস্থিতি বারবার তৈরি হতে পারে।

এদিকে বৃহস্পতিবারের লকডাউনকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু নাশকতার খবর পাওয়া গেছে। এরমধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় পৌঁছালে এ ঘটনাটি ঘটে। রেলওয়ের ২৯৮ নং পিলারের পাশে কর্তব্যরত রেলকর্মীরা রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা সংকেত পাঠিয়ে ট্রেন থামিয়ে দেন। পরবর্তীতে রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যদি ট্রেনটি সামান্য বিলম্বে থামানো হতো, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনও ক্ষতি হয়নি। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে ব্যাংকের আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।
গাজীপুরে দুটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা: গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা এবং কাশিমপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে এসব ঘটনা ঘটেছে।
জানা গেছে, ভোরে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ‘ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশ পুড়ে যায়।’
ফুলবাড়িয়ায় বাসে আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন। সোমবার ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
খুলনা শহরে নিরাপত্তা জোরদার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িয়েছে সেনা টহল। খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপি কমিশনার জুলফিকার আলি হায়দার বলেন, ১৩ নভেম্বর পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বিধান ও অস্তিত্বিশীলতা সৃষ্টির তৎপরতা দমনের লক্ষ্যে দুই দিন আগেই পুলিশের টহল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
কিশোরগঞ্জে বাসে আগুন: কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বাজিতপুর-ঢাকা সড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল তিশা পরিবহনের একটি বাস। হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পিছনের বাম পাশের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আশপাশের মানুষ ও ডিউটিরত পুলিশ দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হেলপার। আগুনে বাসের পিছনের বাম দিকের দ্বিতীয় সিটের ওপরের অংশ আংশিক পুড়ে যায়।