CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিতেই টেকসই উন্নয়ন সম্ভব: পরিবেশ উপদেষ্টা 

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি যত্নশীল হওয়াকে তিনি সামাজিক দায়িত্ব এবং জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে অভিহিত করেছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘Joining Hands for Improving Women’s Healthcare in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপকূলীয় স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী উদ্যোগের তাগিদ
পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন:
উপকূলীয় চ্যালেঞ্জ: তিনি বলেন, উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব, ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হন।
সমাধান: এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতাল-এর মতো উদ্ভাবনী উদ্যোগ চালু করা জরুরি।
মানবিক ফ্রন্টলাইন: রোহিঙ্গা ক্যাম্প বা উপকূলের প্রত্যন্ত এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তাদের মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করার জন্য তিনি সাধুবাদ জানান।
প্রজনন স্বাস্থ্য নিয়ে নীরবতা ভাঙার আহ্বান
সৈয়দা রিজওয়ানা হাসান নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে 'নিষিদ্ধ' ভাবা ভুল বলে মন্তব্য করেন। তিনি বলেন:
শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো দরকার।
নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা নয়, সচেতন আলোচনা দরকার।
নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বাংলাদেশে এখনো প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
ইতিবাচক চিন্তা ও সম্মাননা
তিনি মনে করেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা, যা নারী স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফি আহমাদ, এনডিসি এবং মেরি স্টোপস ক্লিনিকের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া, প্রফেসর ডা. ফারহানা দেওয়ানকে FIGO Women’s Award 2025 অর্জন উপলক্ষ্যে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  7:00 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর স্বাস্থ্য ও ক্ষমতায়ন নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি যত্নশীল হওয়াকে তিনি সামাজিক দায়িত্ব এবং জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে অভিহিত করেছেন।
আজ সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘Joining Hands for Improving Women’s Healthcare in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপকূলীয় স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী উদ্যোগের তাগিদ
পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন:
উপকূলীয় চ্যালেঞ্জ: তিনি বলেন, উপকূলীয় এলাকায় নারীরা লবণাক্ততা, বিশুদ্ধ পানির অভাব, ও প্রজননজনিত নানা জটিলতার মুখোমুখি হন।
সমাধান: এসব অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল ক্লিনিক বা নৌকা হাসপাতাল-এর মতো উদ্ভাবনী উদ্যোগ চালু করা জরুরি।
মানবিক ফ্রন্টলাইন: রোহিঙ্গা ক্যাম্প বা উপকূলের প্রত্যন্ত এলাকায় যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তাদের মানবিকতার ফ্রন্টলাইনে কাজ করার জন্য তিনি সাধুবাদ জানান।
প্রজনন স্বাস্থ্য নিয়ে নীরবতা ভাঙার আহ্বান
সৈয়দা রিজওয়ানা হাসান নারীর প্রজনন স্বাস্থ্যকে সামাজিকভাবে 'নিষিদ্ধ' ভাবা ভুল বলে মন্তব্য করেন। তিনি বলেন:
শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো দরকার।
নারীর স্বাস্থ্য নিয়ে নীরবতা নয়, সচেতন আলোচনা দরকার।
নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, বাংলাদেশে এখনো প্রজনন স্বাস্থ্য বা মাতৃত্বকালীন যত্ন অনেকের জন্য বিলাসিতা। নারীকে সুস্থ রাখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।
ইতিবাচক চিন্তা ও সম্মাননা
তিনি মনে করেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রয়োজন বিশ্বাস, প্রত্যাশা ও ইতিবাচক চিন্তা, যা নারী স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফি আহমাদ, এনডিসি এবং মেরি স্টোপস ক্লিনিকের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া, প্রফেসর ডা. ফারহানা দেওয়ানকে FIGO Women’s Award 2025 অর্জন উপলক্ষ্যে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।