CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

বৈষম্যের  শিকার তথ্য ক্যাডারের কর্মকর্তারা, জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

#
news image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক উদ্যোগ নিলেও তথ্য ক্যাডারের কর্মকর্তারা এখনো তীব্র বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তথ্যপ্রশাসনে গতিশীলতা আনতে দ্রুত বৈষম্য নিরসন করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে শালীনতার সঙ্গে প্রস্তাব উপস্থাপন করেছেন তথ্য কর্মকর্তারা।প্রধান সমস্যা: উচ্চ পদে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের পদায়নখোঁজ নিয়ে জানা গেছে, তথ্য ক্যাডারের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে উচ্চতর পদগুলি শূন্য থাকা এবং পদায়নে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কারণে সার্ভিসের অভ্যন্তরে চাপা অসন্তোষ বিরাজ করছে।

তথ্য মন্ত্রণালয়ের আওতায় নিয়োগ-বদলির এখতিয়ার প্রধান তথ্য অফিসার ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের হাতে থাকলেও, প্রশাসনিক মন্ত্রণালয়ই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে।গ্রেড-১ ও গ্রেড-২ পদগুলোর বর্তমান অবস্থা:পদঅনুমোদিত গ্রেডপদায়িত কর্মকর্তার গ্রেডমন্তব্যপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তরগ্রেড-১গ্রেড-২পদায়িত কর্মকর্তার পিআরএল শুরু হবে ১১ ডিসেম্বর ২০২৫।মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরগ্রেড-২গ্রেড-৩-মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরগ্রেড-২গ্রেড-৩-গ্রেড-৩ পদ শূন্যতার চিত্রতথ্য ক্যাডারে অনুমোদিত গ্রেড-৩ পদ আছে ৫টি, যার মধ্যে ৪টি পদই শূন্য।

পঞ্চম পদেও নিম্ন গ্রেডের কর্মকর্তা পদায়িত আছেন।গ্রেড-৩ অনুমোদিত পদশূন্যতার কারণ/বর্তমান অবস্থামহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ২৪.০১.২০২৫ খ্রি. তারিখে অবসর এবং প্রায় দুই সপ্তাহ ধরে পদটি শূন্য।অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রশাসন ও প্রটোকল)জনাব মো. শাহেনূর মিয়া এর ঐচ্ছিক অবসর (২৬.১০.২০২৫ খ্রি.)।অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রেস ও মনিটরিং)নিয়মিত গ্রেড-৩ ভুক্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়িত।অতিরিক্ত মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরনিয়মিত গ্রেড-৩ ভুক্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়িত।

প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণমন্ত্রণালয়ের বৃহত্তম প্রকল্প হলেও এখানে কখনো নিয়মিত গ্রেডের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।জ্যেষ্ঠতা লঙ্ঘন ও নৈরাজ্যজ্যেষ্ঠতা লঙ্ঘন তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে।দপ্তর প্রধান পদে অনিয়ম: গ্রেড-৪ ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদটি ক্যাডারের ৫টি দপ্তর প্রধানের পদের অন্যতম। কিন্তু এখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনেক নিম্ন অবস্থানের (১৫তম অবস্থানে থাকা) কর্মকর্তাকে পদায়িত করা হয়েছে।গ্রেড-৪ পদ: গ্রেড-৪ এর মোট ৫টি পদের মধ্যে মাত্র ২টি পদে নিয়মিত লাইন পদে কর্মকর্তা কর্মরত আছেন। তথ্য অধিদফতরে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের ৪টি পদের মধ্যে মাত্র ২টি পদে নিয়মিত গ্রেডের কর্মকর্তা পদায়িত আছেন।তথ্য ক্যাডারের কর্মরত সিনিয়র কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকায় দেখা যায়, গ্রেড-২ এর ১৩শ ব্যাচের কর্মকর্তা থেকে শুরু করে ২০তম ব্যাচের গ্রেড-৫ এর কর্মকর্তারাও রয়েছেন। কিন্তু পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার এই তালিকা অনুসরণ করা হয়নি।তথ্য কর্মকর্তারা মনে করছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও এই ক্যাডারের সংস্কারের কাজে যে ধীরগতি দেখা যাচ্ছে, তা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  5:45 PM

news image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বৈষম্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক উদ্যোগ নিলেও তথ্য ক্যাডারের কর্মকর্তারা এখনো তীব্র বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তথ্যপ্রশাসনে গতিশীলতা আনতে দ্রুত বৈষম্য নিরসন করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কাছে শালীনতার সঙ্গে প্রস্তাব উপস্থাপন করেছেন তথ্য কর্মকর্তারা।প্রধান সমস্যা: উচ্চ পদে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের পদায়নখোঁজ নিয়ে জানা গেছে, তথ্য ক্যাডারের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে উচ্চতর পদগুলি শূন্য থাকা এবং পদায়নে জ্যেষ্ঠতা লঙ্ঘনের কারণে সার্ভিসের অভ্যন্তরে চাপা অসন্তোষ বিরাজ করছে।

তথ্য মন্ত্রণালয়ের আওতায় নিয়োগ-বদলির এখতিয়ার প্রধান তথ্য অফিসার ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের হাতে থাকলেও, প্রশাসনিক মন্ত্রণালয়ই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে।গ্রেড-১ ও গ্রেড-২ পদগুলোর বর্তমান অবস্থা:পদঅনুমোদিত গ্রেডপদায়িত কর্মকর্তার গ্রেডমন্তব্যপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তরগ্রেড-১গ্রেড-২পদায়িত কর্মকর্তার পিআরএল শুরু হবে ১১ ডিসেম্বর ২০২৫।মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরগ্রেড-২গ্রেড-৩-মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরগ্রেড-২গ্রেড-৩-গ্রেড-৩ পদ শূন্যতার চিত্রতথ্য ক্যাডারে অনুমোদিত গ্রেড-৩ পদ আছে ৫টি, যার মধ্যে ৪টি পদই শূন্য।

পঞ্চম পদেও নিম্ন গ্রেডের কর্মকর্তা পদায়িত আছেন।গ্রেড-৩ অনুমোদিত পদশূন্যতার কারণ/বর্তমান অবস্থামহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ২৪.০১.২০২৫ খ্রি. তারিখে অবসর এবং প্রায় দুই সপ্তাহ ধরে পদটি শূন্য।অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রশাসন ও প্রটোকল)জনাব মো. শাহেনূর মিয়া এর ঐচ্ছিক অবসর (২৬.১০.২০২৫ খ্রি.)।অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রেস ও মনিটরিং)নিয়মিত গ্রেড-৩ ভুক্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়িত।অতিরিক্ত মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরনিয়মিত গ্রেড-৩ ভুক্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়িত।

প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণমন্ত্রণালয়ের বৃহত্তম প্রকল্প হলেও এখানে কখনো নিয়মিত গ্রেডের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।জ্যেষ্ঠতা লঙ্ঘন ও নৈরাজ্যজ্যেষ্ঠতা লঙ্ঘন তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছে।দপ্তর প্রধান পদে অনিয়ম: গ্রেড-৪ ভুক্ত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান পদটি ক্যাডারের ৫টি দপ্তর প্রধানের পদের অন্যতম। কিন্তু এখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনেক নিম্ন অবস্থানের (১৫তম অবস্থানে থাকা) কর্মকর্তাকে পদায়িত করা হয়েছে।গ্রেড-৪ পদ: গ্রেড-৪ এর মোট ৫টি পদের মধ্যে মাত্র ২টি পদে নিয়মিত লাইন পদে কর্মকর্তা কর্মরত আছেন। তথ্য অধিদফতরে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের ৪টি পদের মধ্যে মাত্র ২টি পদে নিয়মিত গ্রেডের কর্মকর্তা পদায়িত আছেন।তথ্য ক্যাডারের কর্মরত সিনিয়র কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকায় দেখা যায়, গ্রেড-২ এর ১৩শ ব্যাচের কর্মকর্তা থেকে শুরু করে ২০তম ব্যাচের গ্রেড-৫ এর কর্মকর্তারাও রয়েছেন। কিন্তু পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার এই তালিকা অনুসরণ করা হয়নি।তথ্য কর্মকর্তারা মনে করছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও এই ক্যাডারের সংস্কারের কাজে যে ধীরগতি দেখা যাচ্ছে, তা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।