CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

‘ফর্সা’ ও ‘রোগা’ ইস্যুতে বাণী কাপুরের বিড়ম্বনা

#
news image

সিনেমা ইন্ডাস্ট্রি সবসময় সৌন্দর্যের নতুন নতুন মাপকাঠি ঠিক করে। কখনও জিরো ফিগার, কখনও ট্যান স্কিন, আবার কখনও ফর্সা ত্বকের অধিকারীদের সুন্দরীর তকমা দেয়। বলিউড ইন্ডাস্ট্রি এক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে।

এই বিষয়ে বলিউডের অনেক অভিনেত্রী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রায় বলে থাকেন। যে তালিকায় সম্প্রতি যুক্ত হলেন বাণী কাপুর।  বর্তমানে তিনি ওটিটি সিরিজ ‘মান্দালা মার্ডারস’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।


সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে তাকে একবার ‘যথেষ্ট ফর্সা’ না হওয়ার কারণে একটি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল।


তিনি বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা একবার বলেছিলেন যে, আমি মূল চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট ফর্সা নই। তিনি আসলে বলেছিলেন যে, আমি দুধের মতো সাদা নই। আমাকে সরাসরি বলা হয়নি কথাটি, তবে অন্যদের মাধ্যমে জানতে পেরেছি। এবং সেই প্রজেক্টে আমি সুযোগ পাইনি।’   

তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে নিজেই বলেছিলাম যে, যদি শুধু এ কারণেই আমাকে বাদ পড়তে হয়, তাহলে আমি সেই প্রজেক্টের অংশ হতে চাই না। আমার ভেতরে এটুকু আত্মবিশ্বাস ছিলো, নিজের জন্য আরও ভালো চলচ্চিত্র নির্মাতা খুঁজে পাবো।’

শুধু গায়ের রঙ নয়, এই উঠতি নায়িকাকে দেওয়া হয়েছিলো ‘রোগা’ অপবাদও! ‘ওয়ার’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি মাঝে মাঝে যা শুনে থাকি তা হলো, আমি খুব রোগা এবং আমার ওজন বাড়ানো উচিত। কারণ দর্শকরা নাকি একটু স্বাস্থ্যবতী দেহের অভিনেত্রী পছন্দ করে! কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। কারণ আমার যে ফিটনেস, তাতেই আমি হ্যাপি। আমি আসলে অন্যের কথায় নিজের কিছু পরিবর্তন করতে চাই না। কারণ আমি যথেষ্ট ফিট ও সুস্থ আছি।’


বলা প্রয়োজন, ‘মান্দালা মার্ডারস’-এ বাণী কাপুর একজন তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। ক্রাইম থ্রিলার সিরিজটি বেশ কয়েকটি ধর্মীয় হত্যাকাণ্ডের ওপর নির্ভর করে নির্মিত হয়েছে।

সূত্র: এনডিটিভি 

বিনোদন ডেস্ক

২৪ জুলাই, ২০২৫,  3:37 PM

news image

সিনেমা ইন্ডাস্ট্রি সবসময় সৌন্দর্যের নতুন নতুন মাপকাঠি ঠিক করে। কখনও জিরো ফিগার, কখনও ট্যান স্কিন, আবার কখনও ফর্সা ত্বকের অধিকারীদের সুন্দরীর তকমা দেয়। বলিউড ইন্ডাস্ট্রি এক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে।

এই বিষয়ে বলিউডের অনেক অভিনেত্রী তাদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রায় বলে থাকেন। যে তালিকায় সম্প্রতি যুক্ত হলেন বাণী কাপুর।  বর্তমানে তিনি ওটিটি সিরিজ ‘মান্দালা মার্ডারস’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।


সম্প্রতি এই অভিনেত্রী জানিয়েছেন, কীভাবে তাকে একবার ‘যথেষ্ট ফর্সা’ না হওয়ার কারণে একটি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল।


তিনি বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা একবার বলেছিলেন যে, আমি মূল চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট ফর্সা নই। তিনি আসলে বলেছিলেন যে, আমি দুধের মতো সাদা নই। আমাকে সরাসরি বলা হয়নি কথাটি, তবে অন্যদের মাধ্যমে জানতে পেরেছি। এবং সেই প্রজেক্টে আমি সুযোগ পাইনি।’   

তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে নিজেই বলেছিলাম যে, যদি শুধু এ কারণেই আমাকে বাদ পড়তে হয়, তাহলে আমি সেই প্রজেক্টের অংশ হতে চাই না। আমার ভেতরে এটুকু আত্মবিশ্বাস ছিলো, নিজের জন্য আরও ভালো চলচ্চিত্র নির্মাতা খুঁজে পাবো।’

শুধু গায়ের রঙ নয়, এই উঠতি নায়িকাকে দেওয়া হয়েছিলো ‘রোগা’ অপবাদও! ‘ওয়ার’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি মাঝে মাঝে যা শুনে থাকি তা হলো, আমি খুব রোগা এবং আমার ওজন বাড়ানো উচিত। কারণ দর্শকরা নাকি একটু স্বাস্থ্যবতী দেহের অভিনেত্রী পছন্দ করে! কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। কারণ আমার যে ফিটনেস, তাতেই আমি হ্যাপি। আমি আসলে অন্যের কথায় নিজের কিছু পরিবর্তন করতে চাই না। কারণ আমি যথেষ্ট ফিট ও সুস্থ আছি।’


বলা প্রয়োজন, ‘মান্দালা মার্ডারস’-এ বাণী কাপুর একজন তদন্তকারী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। ক্রাইম থ্রিলার সিরিজটি বেশ কয়েকটি ধর্মীয় হত্যাকাণ্ডের ওপর নির্ভর করে নির্মিত হয়েছে।

সূত্র: এনডিটিভি