CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে আলিফের স্বর্ণপদক অর্জন

#
news image

ঢাকা : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ-২ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট -২০২৫ এ আর্চার আব্দুর রহমান আলিফ রিকার্ভ (পুরুষ) ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। শুক্রবার (২০ জুন) ফাইনালে আলিফ জাপানের গাকুটুকে ৬-৪ সেটে পরাজিত করে দেশের জন্য এই গৌরব বয়ে আনেন।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম আলিফকে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

টুর্নামেন্টে আলিফ প্রথম ম্যাচ বাই দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে চীনের অলিনকে, তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মো: শফিককে এবং চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইনকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হন।

সেমি ফাইনালে চাইনিজ তাইপের আরেক খেলোয়াড় চীন ইন অনকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। টুর্নামেন্টে ২০টি দেশের ১০৫ জন পুরুষ আর্চার অংশগ্রহণ করেন।

আলিফ টুর্নামেন্টে অংশগ্রহণের পূর্বে জাতীয় দলের ক্যাম্প ছাড়াও বিকেএসপিতে দক্ষিণ কোরিয়ান কোচ লি ইয়ং হো ও বিকেএসপির কোচদের অধীনে দীর্ঘদিন প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের এই উদীয়মান আর্চার ২০১৮ সালে  বিকেএসপিতে ৭ম শ্রেণিতে ভর্তি হয়।

ক্রীড়া ডেস্ক

২০ জুন, ২০২৫,  8:04 PM

news image

ঢাকা : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ-২ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট -২০২৫ এ আর্চার আব্দুর রহমান আলিফ রিকার্ভ (পুরুষ) ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। শুক্রবার (২০ জুন) ফাইনালে আলিফ জাপানের গাকুটুকে ৬-৪ সেটে পরাজিত করে দেশের জন্য এই গৌরব বয়ে আনেন।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম আলিফকে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

টুর্নামেন্টে আলিফ প্রথম ম্যাচ বাই দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে চীনের অলিনকে, তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মো: শফিককে এবং চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইনকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হন।

সেমি ফাইনালে চাইনিজ তাইপের আরেক খেলোয়াড় চীন ইন অনকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। টুর্নামেন্টে ২০টি দেশের ১০৫ জন পুরুষ আর্চার অংশগ্রহণ করেন।

আলিফ টুর্নামেন্টে অংশগ্রহণের পূর্বে জাতীয় দলের ক্যাম্প ছাড়াও বিকেএসপিতে দক্ষিণ কোরিয়ান কোচ লি ইয়ং হো ও বিকেএসপির কোচদের অধীনে দীর্ঘদিন প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের এই উদীয়মান আর্চার ২০১৮ সালে  বিকেএসপিতে ৭ম শ্রেণিতে ভর্তি হয়।