CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

পদত্যাগ করেই রংপুরে বিএনপি নেতার দুধ দিয়ে গোসল

#
news image

‎রংপুরের বদরগঞ্জে বিএনপি থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন গোলাম রব্বানী নামের এক নেতা

পদত্যাগকারী ওই নেতা রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

‎‎মঙ্গলবার দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।

‎পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

 

‎পদত্যাগকারী নেতা গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির জন্য স্থানীয়দের কাছে তিনি কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছিলেন। এ বিষয় নিয়ে পরিবারের কাছেও চাপে ছিলেন তিনি। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

 

‎অন্য কোনো দলে যোগদান করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

‎ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

‎জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

‎এ বিষয়ে জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও সাড়া দেয়নি।

‎তবে,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনও কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’

মোস্তাফিজার বাবলু,‎রংপুর অফিস ‎

০৭ জানুয়ারি, ২০২৬,  12:30 PM

news image

‎রংপুরের বদরগঞ্জে বিএনপি থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন গোলাম রব্বানী নামের এক নেতা

পদত্যাগকারী ওই নেতা রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

‎‎মঙ্গলবার দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।

‎পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

 

‎পদত্যাগকারী নেতা গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির জন্য স্থানীয়দের কাছে তিনি কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছিলেন। এ বিষয় নিয়ে পরিবারের কাছেও চাপে ছিলেন তিনি। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

 

‎অন্য কোনো দলে যোগদান করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

‎ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

‎জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

‎এ বিষয়ে জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও সাড়া দেয়নি।

‎তবে,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনও কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’