CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

মাদারীপুর জেলা সমিতির নেতৃত্বে  নূর-তানবীর

#
news image

২০২৫-২৬ কার্যবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি ) অধ্যায়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত মাদারীপুর জেলা সমিতি ( মজেস ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির  এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিতকা বিভাগের স্নাতক শিক্ষার্থী শরীফুল ইসলাম তানবীর। গতকাল কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি : মো: রাকিবুল হাসান,আবু রায়হান রাজু, মাহফুজুর রহমান ইমন ; যুগ্ম সাধারণ সম্পাদক : মো: তরিকুল ইসলাম, মাহমুদ, বাধন, মুসলিমা ইসলাম ; সাংগঠনিক সম্পাদক: সিদ্দিকুর রহমান, প্রবীণ বাড়ই; কোষাধ্যক্ষ : মাহবুবুর রহমান; দপ্তর সম্পাদক: রায়হান শেখ; প্রচার সম্পাদক : শীতাব আরাফ ফয়সাল; আইন বিষয়ক সম্পাদক: শিহাব হাওলাদার; সাংস্কৃতিক সম্পাদক : খাদিজা নূর; সহ-সাংস্কৃতিক সম্পাদক: জাকিয়া জান্নাত; ছাত্রী বিষয়ক সম্পাদক : কাকলি আক্তার এলিজা; ক্রীড়া সম্পাদক: অমিত অভি।

উপদেষ্টামন্ডলীরা হলেন- ড. এম হাবিবুর রহমান, ড. বেলায়েত হোসেন হাওলাদার, ড. আব্দুল মতিন তালুকদার, মো: বশির উল্লাহ আশরাফি, কবির হোসাইন, রাসেদ হাসান, শাহাদাৎ হোসেন মুন্না, কামরুল হাসান, আশিক রহমান, তানজিন, সাদ্দাম হোসেন, রাজিব খান, মনির হোসাইন সোহান, আকাশ ঘোষ শুভ, আখতারুজ্জামান, আহমেদ মুন্সী, হারিজ আহমেদ, গোলাম রাব্বি, মো: আলাউদ্দিন

কমিটির কার্যকরি সদস্যরা হলেন- সালেহীন সাদমান, সাদমান রাফিউ সিনহা, আরজু মনি, ইয়াসিন আরাফাত, ইলিয়াস হোসেন, জেরিন আহমেদ, নাইম ইসলাম, নায়মা জাহান অন্তু, প্রনব দাস, সামিউল আলম জুবায়ের, সোহানুর রহমান।

উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত এই সংগঠনটি দীর্ঘ ৩৫ বছর যাবত শিক্ষার্থীদের কল্যানে কাজ করে আসছে।

রাবি প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৫,  4:23 PM

news image

২০২৫-২৬ কার্যবছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি ) অধ্যায়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত মাদারীপুর জেলা সমিতি ( মজেস ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবির  এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিতকা বিভাগের স্নাতক শিক্ষার্থী শরীফুল ইসলাম তানবীর। গতকাল কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি : মো: রাকিবুল হাসান,আবু রায়হান রাজু, মাহফুজুর রহমান ইমন ; যুগ্ম সাধারণ সম্পাদক : মো: তরিকুল ইসলাম, মাহমুদ, বাধন, মুসলিমা ইসলাম ; সাংগঠনিক সম্পাদক: সিদ্দিকুর রহমান, প্রবীণ বাড়ই; কোষাধ্যক্ষ : মাহবুবুর রহমান; দপ্তর সম্পাদক: রায়হান শেখ; প্রচার সম্পাদক : শীতাব আরাফ ফয়সাল; আইন বিষয়ক সম্পাদক: শিহাব হাওলাদার; সাংস্কৃতিক সম্পাদক : খাদিজা নূর; সহ-সাংস্কৃতিক সম্পাদক: জাকিয়া জান্নাত; ছাত্রী বিষয়ক সম্পাদক : কাকলি আক্তার এলিজা; ক্রীড়া সম্পাদক: অমিত অভি।

উপদেষ্টামন্ডলীরা হলেন- ড. এম হাবিবুর রহমান, ড. বেলায়েত হোসেন হাওলাদার, ড. আব্দুল মতিন তালুকদার, মো: বশির উল্লাহ আশরাফি, কবির হোসাইন, রাসেদ হাসান, শাহাদাৎ হোসেন মুন্না, কামরুল হাসান, আশিক রহমান, তানজিন, সাদ্দাম হোসেন, রাজিব খান, মনির হোসাইন সোহান, আকাশ ঘোষ শুভ, আখতারুজ্জামান, আহমেদ মুন্সী, হারিজ আহমেদ, গোলাম রাব্বি, মো: আলাউদ্দিন

কমিটির কার্যকরি সদস্যরা হলেন- সালেহীন সাদমান, সাদমান রাফিউ সিনহা, আরজু মনি, ইয়াসিন আরাফাত, ইলিয়াস হোসেন, জেরিন আহমেদ, নাইম ইসলাম, নায়মা জাহান অন্তু, প্রনব দাস, সামিউল আলম জুবায়ের, সোহানুর রহমান।

উল্লেখ্য, ১৯৯০ সালে গঠিত এই সংগঠনটি দীর্ঘ ৩৫ বছর যাবত শিক্ষার্থীদের কল্যানে কাজ করে আসছে।