লাইফস্টাইল ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫, 6:54 PM
যেহেতু বাংলাদেশর শীত মওসুমটা টেনেটুনে তিন মাস, এসি ব্যবস্থাপনায় খুব বেশি সাবধানতা দরকার হয় না। কিন্তু তারপরেও শীতকালে এসি ঢেকে রাখা ভালো অভ্যাস, কারণ এতে যন্ত্রটি সুরক্ষিত থাকে এবং দীর্ঘস্থায়ী হয়।
শীতকালে এসি কেন ঢেকে রাখবেন
শীতের মওসুমে প্রচুর ধুলো–বালির সমস্যা দেখা দেয়। ফলে ধুলা জমা হওয়া রোধ করতে ঢেকে রাখার বিকল্প নেই। শীতকালে এসি ব্যবহার কম হয়। এতে ধুলো জমে কনডেনসার ও কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। পোকামাকড় বা ছোট প্রাণী ঢোকা বন্ধ করতেও এটা সহায়ক। এসি নিয়মিত ব্যবহার না হলে পোকা বা ইঁদুরের প্রবেশের ঝুঁকি থাকে—ঢেকে রাখলে এ সমস্যা হয় না।
নিয়মিত ঢেকে রাখলে সার্ভিসিংয়ের প্রয়োজন কমে এবং এসির আয়ু বাড়ে। এখন বাজারে অনেক ধরনের কাভার পাওয়া যায়, ফলে প্রয়োজন বুঝে কাভার কিনে ফেলুন।
শীতকালের তিন মাসে একবারও এসি পরিষ্কার করবেন না তা চলবে না। মাঝে মাঝে কভার খুলে এসি ছেড়ে রাখুন ১০ মিনিট। শীতকাল শেষে যখন এসি আবারও ব্যবহার করবেন তখন সার্ভিসিং করিয়ে নিতে ভুলবেন না।
লাইফস্টাইল ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫, 6:54 PM
যেহেতু বাংলাদেশর শীত মওসুমটা টেনেটুনে তিন মাস, এসি ব্যবস্থাপনায় খুব বেশি সাবধানতা দরকার হয় না। কিন্তু তারপরেও শীতকালে এসি ঢেকে রাখা ভালো অভ্যাস, কারণ এতে যন্ত্রটি সুরক্ষিত থাকে এবং দীর্ঘস্থায়ী হয়।
শীতকালে এসি কেন ঢেকে রাখবেন
শীতের মওসুমে প্রচুর ধুলো–বালির সমস্যা দেখা দেয়। ফলে ধুলা জমা হওয়া রোধ করতে ঢেকে রাখার বিকল্প নেই। শীতকালে এসি ব্যবহার কম হয়। এতে ধুলো জমে কনডেনসার ও কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। পোকামাকড় বা ছোট প্রাণী ঢোকা বন্ধ করতেও এটা সহায়ক। এসি নিয়মিত ব্যবহার না হলে পোকা বা ইঁদুরের প্রবেশের ঝুঁকি থাকে—ঢেকে রাখলে এ সমস্যা হয় না।
নিয়মিত ঢেকে রাখলে সার্ভিসিংয়ের প্রয়োজন কমে এবং এসির আয়ু বাড়ে। এখন বাজারে অনেক ধরনের কাভার পাওয়া যায়, ফলে প্রয়োজন বুঝে কাভার কিনে ফেলুন।
শীতকালের তিন মাসে একবারও এসি পরিষ্কার করবেন না তা চলবে না। মাঝে মাঝে কভার খুলে এসি ছেড়ে রাখুন ১০ মিনিট। শীতকাল শেষে যখন এসি আবারও ব্যবহার করবেন তখন সার্ভিসিং করিয়ে নিতে ভুলবেন না।