রাবি প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৫, 6:38 PM
টেলিস্কোপের মৌলিক ধারণা, ইনোভেশন, ডিজিটাল পরিচয়, পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশনে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ), শি-স্টেম এবং রাজশাহী নভোথিয়েটারের যৌথ আয়োজনে ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নভোথিয়েটারের মাল্টিপারপাস হলে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মাসব্যাপী স্টেম দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি সমাপ্ত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬ জন শিক্ষার্থী—এর মধ্যে ৩০ জন নারী শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। অক্টোবর মাসজুড়ে আয়োজন করা এ কর্মসূচিতে মানবসম্পদ ব্যবস্থাপনা, গবেষণা পদ্ধতি, টেলিস্কোপের মৌলিক ধারণা, ইনোভেশন, ডিজিটাল পরিচয়, পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। কর্মসূচিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৪, ৫ ও ১৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছিল।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, অধ্যাপক ড. ইকরাম হোসেন, ড. হাবিবুর রহমান; রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি; রাজশাহী নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার। গ্রাজুয়েশন স্পিকার ছিলেন প্রফেসর ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল, লাইটক্যাসেল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালট্যান্ট ওমর ফারহান খান এবং নাজমুল কবীর আল মেহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।
নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন বলেন, “নভোথিয়েটার শুধু বিনোদনের জায়গা নয়; গবেষণা ও শিক্ষার জন্যও এটি উন্মুক্ত। তরুণদের জন্য এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বিএসসিএফকে ধন্যবাদ এমন একটি সফল কর্মসূচি আয়োজনের জন্য।”
বিশেষ অতিথি প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল বলেন, “বিজ্ঞান শিক্ষায় ছেলে-মেয়ে উভয়েরই সমানভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। সেই যাত্রায় বিএসসিএফের এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।”
অংশগ্রহণকারী শিক্ষার্থী রামিসা মহসীন বলেন, “প্রোগ্রামটি আমাদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। ক্যারিয়ার পরিকল্পনা, সুযোগের ব্যবহার ও বাস্তব দক্ষতা—সবার একটি পরিষ্কার ধারণা পেয়েছি।”
শি-স্টেম বাংলাদেশে নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (STEM) ক্ষেত্রে পেশাগত সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে। অপরদিকে বিএসসিএফ দীর্ঘদিন ধরে তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বগুণ বিকাশে কাজ করছে।
রাবি প্রতিনিধি
১৪ নভেম্বর, ২০২৫, 6:38 PM
টেলিস্কোপের মৌলিক ধারণা, ইনোভেশন, ডিজিটাল পরিচয়, পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশনে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ), শি-স্টেম এবং রাজশাহী নভোথিয়েটারের যৌথ আয়োজনে ‘বিএসসিএফ ফিউচার স্টেম লিডার্স প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নভোথিয়েটারের মাল্টিপারপাস হলে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক মাসব্যাপী স্টেম দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি সমাপ্ত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬ জন শিক্ষার্থী—এর মধ্যে ৩০ জন নারী শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন। অক্টোবর মাসজুড়ে আয়োজন করা এ কর্মসূচিতে মানবসম্পদ ব্যবস্থাপনা, গবেষণা পদ্ধতি, টেলিস্কোপের মৌলিক ধারণা, ইনোভেশন, ডিজিটাল পরিচয়, পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। কর্মসূচিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ৪, ৫ ও ১৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছিল।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, অধ্যাপক ড. ইকরাম হোসেন, ড. হাবিবুর রহমান; রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি; রাজশাহী নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আফিয়া আখতার। গ্রাজুয়েশন স্পিকার ছিলেন প্রফেসর ড. রায়হানা শামস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল, লাইটক্যাসেল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালট্যান্ট ওমর ফারহান খান এবং নাজমুল কবীর আল মেহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা।
নভোথিয়েটারের উপপরিচালক এবাদত হোসেন বলেন, “নভোথিয়েটার শুধু বিনোদনের জায়গা নয়; গবেষণা ও শিক্ষার জন্যও এটি উন্মুক্ত। তরুণদের জন্য এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বিএসসিএফকে ধন্যবাদ এমন একটি সফল কর্মসূচি আয়োজনের জন্য।”
বিশেষ অতিথি প্রফেসর ড. মোজ্জামেল হোসেন বকুল বলেন, “বিজ্ঞান শিক্ষায় ছেলে-মেয়ে উভয়েরই সমানভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। সেই যাত্রায় বিএসসিএফের এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।”
অংশগ্রহণকারী শিক্ষার্থী রামিসা মহসীন বলেন, “প্রোগ্রামটি আমাদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। ক্যারিয়ার পরিকল্পনা, সুযোগের ব্যবহার ও বাস্তব দক্ষতা—সবার একটি পরিষ্কার ধারণা পেয়েছি।”
শি-স্টেম বাংলাদেশে নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত (STEM) ক্ষেত্রে পেশাগত সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছে। অপরদিকে বিএসসিএফ দীর্ঘদিন ধরে তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বগুণ বিকাশে কাজ করছে।