CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

রাবিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

#
news image

বিশ্বব্যাপী গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর  জলবায়ু সুরক্ষা নিশ্চিতকরণ, জ্বালানি নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ এবং আর্থিক প্রণোদনা বাড়ানোর দাবিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়।

 আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইউরিচ( ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ক্লাইমেট স্ট্রাইকের আয়োজনে গ্রিন ভয়েস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন ক্লাব এবং সংগঠন যোগদান করে। বিশ্ববিদ্যালয়ের তরুণ সংগঠক এবং জলবায়ু সচেতন শিক্ষার্থীরা জলবায়ুর ন্যায় বিচার নিয়ে আওয়াজ তুলেন। 

ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, " জলবায়ুর ন্যায্যতার দাবিতে আজ বিশ্বব্যাপি সংগঠিত তরুনদের এই আন্দলনের সাথে একাত্বতা পোষণ করে ইউরিচ রাজশাহীতে আজ এই আন্দোলনের ডাক দিয়েছে। তরুণরা আজ তাদের জলবায়ু সচেতন কণ্ঠস্বরকে দেশ ও বিশ্ব নেতা এবং নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে একত্রিত হয়েছে। আমরা টেকসই পৃথিবী গড়তে সবাইকে সাথে নিয়ে বসবাস উপযোগী আগামীর পৃথিবী গড়তে চাই।"

গ্লোবাল স্ট্রাইকে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃশা। তিনি ইউরিচকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, " জাস্ট ট্রানজিশন-এর সচেতনতা সবার মধ্যে সর্বস্তরে তৈরি করে দিতে হবে। এই জলবায়ু প্রতিরোধ লংটার্মে আমাদের ভবিষ্যত প্রজন্মের এই পৃথিবীতে তদের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি। যদি আজকের তরুণরা এগিয়ে না আসে, আজকের তরুণরা অগ্রগামী না হয় তাহলে এই সচেতনতাটা সম্ভব নয়।"

উল্লেখ্য, ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের প্রতিষ্ঠিত সংগঠন। এই সংগঠনটি মানবাধিকার, লিঙ্গ বৈষম্য, জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্য সচেতনতাসহ সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। তারসাথে সামাজিক সমস্যা নিরসনে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং শিক্ষার্থীদের গবেষণা শেখাতে কাজ করে যাচ্ছে।

রাবি প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২৫,  5:02 PM

news image

বিশ্বব্যাপী গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর  জলবায়ু সুরক্ষা নিশ্চিতকরণ, জ্বালানি নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ এবং আর্থিক প্রণোদনা বাড়ানোর দাবিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়।

 আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ইউরিচ( ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) ক্লাইমেট স্ট্রাইকের আয়োজনে গ্রিন ভয়েস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন ক্লাব এবং সংগঠন যোগদান করে। বিশ্ববিদ্যালয়ের তরুণ সংগঠক এবং জলবায়ু সচেতন শিক্ষার্থীরা জলবায়ুর ন্যায় বিচার নিয়ে আওয়াজ তুলেন। 

ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, " জলবায়ুর ন্যায্যতার দাবিতে আজ বিশ্বব্যাপি সংগঠিত তরুনদের এই আন্দলনের সাথে একাত্বতা পোষণ করে ইউরিচ রাজশাহীতে আজ এই আন্দোলনের ডাক দিয়েছে। তরুণরা আজ তাদের জলবায়ু সচেতন কণ্ঠস্বরকে দেশ ও বিশ্ব নেতা এবং নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে একত্রিত হয়েছে। আমরা টেকসই পৃথিবী গড়তে সবাইকে সাথে নিয়ে বসবাস উপযোগী আগামীর পৃথিবী গড়তে চাই।"

গ্লোবাল স্ট্রাইকে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃশা। তিনি ইউরিচকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, " জাস্ট ট্রানজিশন-এর সচেতনতা সবার মধ্যে সর্বস্তরে তৈরি করে দিতে হবে। এই জলবায়ু প্রতিরোধ লংটার্মে আমাদের ভবিষ্যত প্রজন্মের এই পৃথিবীতে তদের অস্তিত্ব রক্ষার জন্য জরুরি। যদি আজকের তরুণরা এগিয়ে না আসে, আজকের তরুণরা অগ্রগামী না হয় তাহলে এই সচেতনতাটা সম্ভব নয়।"

উল্লেখ্য, ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণদের প্রতিষ্ঠিত সংগঠন। এই সংগঠনটি মানবাধিকার, লিঙ্গ বৈষম্য, জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্য সচেতনতাসহ সামাজিক সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। তারসাথে সামাজিক সমস্যা নিরসনে প্রাতিষ্ঠানিক গবেষণা এবং শিক্ষার্থীদের গবেষণা শেখাতে কাজ করে যাচ্ছে।