CKEditor 5 Sample
ঢাকা ২০ নভেম্বর, ২০২৫

সৌদি আরবে ফাইনালে বাংলাদেশের জাভেদ-খৈ খৈ 

#
news image

সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারায় তারা। আজ রাতেই তুরস্কের বিপক্ষে ফাইনালে খেলবে লাল সবুজ দল। 

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খে সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জেতে বাংলাদেশ। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে। 

টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের এবারই প্রথম পদক নিশ্চিত হয়েছে। আজ ফাইনালে উঠায় আরেক রৌপ্যপদক নিশ্চিত করেছে জাভেদ-খৈ খৈ।

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৫,  4:57 PM

news image

সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারায় তারা। আজ রাতেই তুরস্কের বিপক্ষে ফাইনালে খেলবে লাল সবুজ দল। 

মিশ্র দ্বৈতে বাংলাদেশের হয়ে খেলছেন খৈ খে সাই মারমা ও জাভেদ আহমেদ। প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জেতে বাংলাদেশ। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে সমতা আনে। তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ আবার লিড নেয়। তৃতীয় সেটে বাহরাইন লড়াই করলেও চতুর্থ গেমে পারেনি। চতুর্থ সেটে জাভেদ-খৈ খৈর কাছে ১১-৩ পয়েন্টে হারে। 

টেবিল টেনিসে ইসলামিক গেমসে বাংলাদেশের এবারই প্রথম পদক নিশ্চিত হয়েছে। আজ ফাইনালে উঠায় আরেক রৌপ্যপদক নিশ্চিত করেছে জাভেদ-খৈ খৈ।