নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, 6:53 PM
বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলাসহ ঢাকা মহানগর, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় এই অভিযান পরিচালিত হয়।সাভারে অবৈধ ইটভাটায় কঠোর পদক্ষেপসাভার উপজেলাজুড়ে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে:মেসার্স এ বি এম অ্যান্ড কোং: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় চালু অবস্থায় পাওয়া গেলে এই ভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুঁড়িয়ে ফেলা হয়। ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।এ বি এন ব্রিকস ও এইচ এম বি স্টার ব্রিকস: ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ও চাপড়া এলাকার এই দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং প্রতিটিকে ৬ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়।অন্যান্য: একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।মোট ৩টি অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট সব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।অন্যান্য জেলায় দূষণ নিয়ন্ত্রণআজকের অভিযানে সারাদেশে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়:দূষণের ধরনস্থানমামলার সংখ্যাজরিমানার পরিমাণপদক্ষেপনিষিদ্ধ পলিথিনপঞ্চগড় জেলা০২টি৪,৫০০ টাকা২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ; দোকান মালিকদের সতর্কতা।যানবাহন ধোঁয়াঢাকার লালবাগ০৫টি১৫,০০০ টাকাঅতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে জরিমানা; চালকদের সতর্ক করা হয়।শব্দ দূষণঢাকার শ্যামলী ও পঞ্চগড়০৪টি১১,৫০০ টাকা০৪টি হাইড্রোলিক হর্ন জব্দ; শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জরিমানা।নির্মাণ সামগ্রীআফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ১০টি২২,৫০০ টাকানির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে জরিমানা ও তাৎক্ষণিকভাবে সামগ্রী সরানোর নির্দেশ।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই সমন্বিত অভিযানগুলো নিয়মিতভাবে চলমান থাকবে এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, 6:53 PM
বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলাসহ ঢাকা মহানগর, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় এই অভিযান পরিচালিত হয়।সাভারে অবৈধ ইটভাটায় কঠোর পদক্ষেপসাভার উপজেলাজুড়ে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে:মেসার্স এ বি এম অ্যান্ড কোং: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় চালু অবস্থায় পাওয়া গেলে এই ভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট গুঁড়িয়ে ফেলা হয়। ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।এ বি এন ব্রিকস ও এইচ এম বি স্টার ব্রিকস: ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি ও চাপড়া এলাকার এই দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করা হয় এবং প্রতিটিকে ৬ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়।অন্যান্য: একই এলাকায় অবস্থিত মেসার্স এম এইচ এস ব্রিকস নামক ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।মোট ৩টি অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট সব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।অন্যান্য জেলায় দূষণ নিয়ন্ত্রণআজকের অভিযানে সারাদেশে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়:দূষণের ধরনস্থানমামলার সংখ্যাজরিমানার পরিমাণপদক্ষেপনিষিদ্ধ পলিথিনপঞ্চগড় জেলা০২টি৪,৫০০ টাকা২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ; দোকান মালিকদের সতর্কতা।যানবাহন ধোঁয়াঢাকার লালবাগ০৫টি১৫,০০০ টাকাঅতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে জরিমানা; চালকদের সতর্ক করা হয়।শব্দ দূষণঢাকার শ্যামলী ও পঞ্চগড়০৪টি১১,৫০০ টাকা০৪টি হাইড্রোলিক হর্ন জব্দ; শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জরিমানা।নির্মাণ সামগ্রীআফতাবনগর, বসিলা, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ১০টি২২,৫০০ টাকানির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ রোধে জরিমানা ও তাৎক্ষণিকভাবে সামগ্রী সরানোর নির্দেশ।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই সমন্বিত অভিযানগুলো নিয়মিতভাবে চলমান থাকবে এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।