CKEditor 5 Sample
ঢাকা ২০ নভেম্বর, ২০২৫

বনশ্রীতে লড়ির ধাক্কায় প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীর মৃত্যু

#
news image

রাজধানীর বনশ্রী ফরাজি হাসপাতালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে লড়ির ধাক্কায় ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরাফ আদতাহী।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু আবু জাফর জানিয়েছেন, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। সকালে বাসার গৃহকর্মী শিশুটিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ফরাজি হাসপাতালের সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আরাফ। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরাফ আদতাহী রামপুরা বনশ্রী জি ব্লকে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলার জাবুরহাট গ্রামে।

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  4:33 PM

news image

রাজধানীর বনশ্রী ফরাজি হাসপাতালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে লড়ির ধাক্কায় ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরাফ আদতাহী।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষানিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

শিশুটির খালু আবু জাফর জানিয়েছেন, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। সকালে বাসার গৃহকর্মী শিশুটিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ফরাজি হাসপাতালের সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আরাফ। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আরাফ আদতাহী রামপুরা বনশ্রী জি ব্লকে পরিবারের সঙ্গে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় পীরগঞ্জ উপজেলার জাবুরহাট গ্রামে।