CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবি ইশরাকের

#
news image

দলের নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপিনেতা ইশরাক হোসেন বলেছেন, আমি তার দলের নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ইশরাক আহমেদ বলেন, ‘‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেওয়া হয়নি। তারককে নিবন্ধন না দেওয়া হলে যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি— অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।’’

তারেক রহমানের অভিযোগ, দুই ছাত্র উপদেষ্টার কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, আপনি তার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনও সুযোগ নাই। কারণ তিনি যথেষ্ঠ সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনও শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কিনা। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে।’’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তনেয় নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে  ছিটকে পড়ে তারেক রহমানের ‘আমজনতার দল’। এরপর ওইদিন বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক। তা্র এই অনশন ১২৫ ঘণ্টা চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  5:12 PM

news image

দলের নিবন্ধনের দাবিতে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপিনেতা ইশরাক হোসেন বলেছেন, আমি তার দলের নিবন্ধন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

ইশরাক আহমেদ বলেন, ‘‘যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেকের দলকে দেওয়া হয়নি। তারককে নিবন্ধন না দেওয়া হলে যেসব দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সেগুলো রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমি আজকে তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি— অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।’’

তারেক রহমানের অভিযোগ, দুই ছাত্র উপদেষ্টার কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, আপনি তার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘‘এটা আমি অস্বীকার করবো না। উড়িয়ে দেওয়ারও কোনও সুযোগ নাই। কারণ তিনি যথেষ্ঠ সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনও শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কিনা। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে।’’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তনেয় নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে  ছিটকে পড়ে তারেক রহমানের ‘আমজনতার দল’। এরপর ওইদিন বিকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান তারেক। তা্র এই অনশন ১২৫ ঘণ্টা চলমান রয়েছে।