নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর, ২০২৫, 6:24 PM
নভেম্বর মাস এলেই বাংলাদেশের অনলাইন শপিং জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়। লাখো মানুষের কাছে দারাজ ১১.১১ এখন আর শুধু সেল নয় বরং ডিজিটাল যুগের একটা উৎসব। এই সময়ে পরিবারগুলো অপেক্ষা করে বড় কেনাকাটার লিস্ট নিয়ে, ছাত্র-ছাত্রীরা দিনের পর দিন জমানো টাকা দিয়ে কিনে নেয় স্বপ্নের গ্যাজেট আর ফ্যাশন-সচেতন শপাররা ওয়ারড্রোব সাজায় এমন সব অফারে যেগুলো প্রায় বিশ্বাসই হয় না। দেশের সবচেয়ে বড় আর ভরসাযোগ্য অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আবারও এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে, প্রস্তুত উইশলিস্টগুলো বাস্তবে পরিণত করতে। এই ইয়ারের সবচেয়ে বড় সেল উৎসব শুরু হচ্ছে ১০ নভেম্বর রাত ৮টা থেকে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
এবারের ১১.১১ শুরু হচ্ছে সহজ একটি ধারণা নিয়ে - কেনাকাটাকে লাভজনক, সুবিধাজনক আর চিন্তামুক্ত করা। দারাজ গড়ে তুলেছে এমন একটা ইকোসিস্টেম যেখানে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ব্র্যান্ডগুলোর সম্মিলিত প্রয়াস যাতে ক্রেতারা সাশ্রয়ী কেনাকাটা করতে পারে। ফ্ল্যাশ সেল আর মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড়, কালেক্টিবল ভাউচার, কার্ড ডিসকাউন্ট আর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার সবকিছু মিলে প্রতিটা অর্ডারকে করে তোলে সাশ্রয়ী। প্রযুক্তি, পেমেন্ট অপশনস আর ডেলিভারি নির্ভরযোগ্যতা এবারের ক্যাম্পেইনকে করে তুলেছে দ্য রিয়েল বস অফ ১১.১১।
১১.১১-এর বিশেষ আকর্ষণ জনপ্রিয় ১ টাকা গেম, যেখানে কেনাকাটা হয়ে উঠেছে পুরস্কারের প্রতিযোগিতায়। কাস্টমাররা সম্পূর্ণ ফ্রি-তে অংশ নিতে পারবে ১ টাকা দামের বিশেষ আইটেমে অর্ডার করে (১০০% ডিসকাউন্ট দিয়ে)। ইতিমধ্যে শুরু হওয়া এই গেম চলবে ২১ নভেম্বর পর্যন্ত যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা ১ টাকার আইটেম এন্ট্রি হিসেবে কাজ করবে বিশেষ পুরস্কারের জন্য যার মধ্যে আছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক -১ম পুরস্কার বিজয়ীর জন্য (ডেটল স্পন্সর করেছে), শ্রীলঙ্কায় কাপল ট্রিপ ২য় পুরস্কার বিজয়ীর জন্য (লোটো প্রদত্ত), রিভো এ১১ ইলেকট্রিক স্কুটার ৩য় পুরস্কার বিজয়ীর জন্য (রিভোর সৌজন্যে) এবং আরও অনেক কিছু।
আকর্ষণীয় পুরস্কার জিততে অংশগ্রহণকারীকে প্রথমত অবশ্যই ১ টাকা আইটেমে অর্ডার করতে হবে। এরপর ক্যাম্পেইন চলাকালিন সর্বোচ্চ সংখ্যক ডেলিভারিকৃত অর্ডারের সংখ্যার ভিত্তিতে (বাতিল/ফেরত অর্ডার বাদে) বিজয়ী নির্বাচন করা হবে যেখানে গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনার শর্তও পূরণ করতে হবে। মানে প্রতিটা কেনাকাটা আপনাকে লিডারবোর্ডে উপরে নিয়ে যাবে। যা কেনাকাটার পরিপূর্ণ অভিজ্ঞতাকে গেমে পরিণত করে পুরস্কার জেতার সুযোগ তৈরি করে আর ক্রেতাদের উৎসাহিত করে ডিল খুঁজতে আর প্ল্যাটফর্মে একটিভ থাকতে।
গেম যদিও রোমাঞ্চ যোগ করে, কিন্তু ১১.১১-এর আসল ভিত্তি হলো এর শক্তিশালী পেমেন্ট পার্টনারশিপ নেটওয়ার্ক- যা সাশ্রয়কে করে তোলে স্বয়ংক্রিয়। এবারের ইভেন্ট নিয়ে এসেছে বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে সবচেয়ে বিশাল ব্যাংকিং ও পেমেন্ট পার্টনারদের লাইনআপ। কাস্টমাররা বিকাশ, নগদ, মাস্টারকার্ড, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দিয়ে পেমেন্ট করলে ২০% পর্যন্ত অতিরিক্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন। এছাড়াও, পাবেন ০% সুদে ৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা যেমনটা সবসময়ই থাকে।
ডিলের শেষ নেই। হাজার হাজার পণ্যে শপাররা পাবেন ১১, ১১১, ১,১১১, আর ১১,১১১ টাকার বিশেষ প্রাইস পয়েন্ট যা ব্রাউজিং কে করে তোলে ট্রেজার হান্টের মতো।
ব্র্যান্ড রাশ আওয়ার ইভেন্টগুলোতেও থাকবে বিশেষ ছাড়। শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায় মিডনাইট রাশ আওয়ার দিয়ে, যেখানে থাকবে ৮% হাই ভ্যালু ভাউচার রাত ৮–৯টা আর রাত ১২–১টায়, এরপর থাকবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার যা যেকোন সময়ে ছাড়া হবে পুরো ক্যাম্পেইনে। থিমভিত্তিক শপিং ডেগুলো হবে আরও আকর্ষণীয়:
· ইলেকট্রিক্যাল টুয়েসডে
· বুধবারের বাজার
· বিউটি অ্যান্ড ওয়েলনেস থারসডে
· লাইফস্টাইল কোজি ফ্রাইডে
· চয়েস ডে স্যাটারডে
· ফ্যাশন ফরওয়ার্ড সানডে
· ডি- মল মানডে (দারাজমল মানডে)
প্রতিটা থিম বিশেষভাবে তুলে ধরবে আলাদা আলাদা পণ্য ক্যাটাগরি আর এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আবুল খায়ের, হায়ার, বাটা, লোটো, ইউনিলিভার, শান, গ্লোবাল ব্র্যান্ডস, মারিকো, মোশন ভিউ আর মিস্টিনের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোও আয়োজন করবে নিজস্ব ব্র্যান্ড ডে ক্যাটাগরি-নির্দিষ্ট অফার নিয়ে।
এবারের ১১.১১ ক্যাম্পেইনে দারাজ নিয়ে এসেছে দেশের সবচেয়ে নামকরা ব্র্যান্ড পার্টনারদের। হায়ার, লোটো, ইউনিলিভার, ডেটল আর হিমালয়া আছে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে। আর আবুল খায়ের, বাটা, মিস্টিন, শান, মারিকো, মোশন ভিউ আর ন্যাচারকেয়ার যুক্ত হয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। মামাআর্থ, অর্গানিক নিউট্রিশন, ফ্রেশ, এসিআই, টিপি লিংক আর নিওকেয়ার এসেছে সিলভার স্পন্সর হয়ে। মানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন, সৌন্দর্য, এফএমসিজি, লাইফস্টাইল সব ক্যাটাগরিতেই থাকবে প্রিমিয়াম কেনাকাটার অভিজ্ঞতা। এতসব হইচই এর মধ্যে দারাজমল থাকছে ভরসার জায়গা হিসেবে। দক্ষিণ এশিয়ার একমাত্র ভার্চুয়াল মল এই দারাজমল এখন হাজারো যাচাইকৃত দেশি-বিদেশি ব্র্যান্ডের ঠিকানা। সবকিছুতেই আছে আসল পণ্যের গ্যারান্টি আর শর্ত সাপেক্ষে তিনগুণ ক্যাশব্যাক। নতুন ডিজাইন আর চমৎকার বেগুনি রঙে সাজানো দারাজমল এখন বিশ্বাসের দরজা যেখানে অফিশিয়াল ব্র্যান্ড স্টোর থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন সবাই। দৈনন্দিন জিনিস থেকে শুরু করে দামি টেক পণ্য সবকিছুতেই মিলবে আসল জিনিসের নিশ্চয়তা, দ্রুত ডেলিভারি আর সহজ রিটার্ন সুবিধা।
দারাজ তাদের পণ্য রিটার্নের সময় বাড়িয়ে দিয়েছে পুরো প্ল্যাটফর্মে। আগে যেটা শুধু দারাজমল পণ্যে ছিল, এখন সেটা সব মার্কেটপ্লেস আইটেমেও পাওয়া যাচ্ছে যা টেক বিশ্লেষকদের মতে এক যুগান্তকারী পদক্ষেপ। ক্রেতারা অর্ডারকৃত পণ্য হাতে পাওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে যেকোনো পণ্য ফেরত দিতে পারবেন, যতক্ষণ সেটা প্রাথমিক অবস্থায় থাকে। অ্যাপ বা ওয়েবসাইট থেকে সরাসরি ফেরত দেওয়া যাবে, যেখানে ডেলিভারি চার্জও সংযুক্ত। বেশিরভাগ প্ল্যাটফর্ম যেখানে এক সপ্তাহ বা তারও কম সময় দেয় সেখানে দারাজের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা দেশের সবচেয়ে ক্রেতা-বান্ধব অনলাইন মার্কেটপ্লেস।
এই বিশ্বাস আরও পোক্ত হয় দারাজের দ্রুতগতির ডেলিভারি নেটওয়ার্কে- যেটা বাংলাদেশে সবচেয়ে ফাস্ট। ঢাকার বাইরের বেশিরভাগ অর্ডার তিন দিনের মধ্যে পৌঁছায় আর শহরে তো দুই দিনেই চলে আসে। সাইটজুড়ে আছে ডেলিভারি ছাড়/ভাউচার আর ৭৯৯ টাকার অর্ডারে ফ্রি ডেলিভারি সুবিধা। দারাজ চয়েস চ্যানেলের ব্যবহারকারীরা পাবেন আরও বাড়তি সুবিধা যেমন ৪টা পণ্য কিনলে ফ্রি ডেলিভারি আর ৫টা কিনলে ১টা ফ্রি পণ্য সাথে ফ্রি ডেলিভারি মানে সেভিংস এর সুযোগ থাকছে আরও বেশি।
সহজ কথায়, দারাজ ১১.১১ শুধু সেল না এটা একটা ইকোসিস্টেম যেখানে মিশে আছে বিনোদন, প্রযুক্তি আর ভরসা। কালেক্টিবল ভাউচার আর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থেকে শুরু করে আসল ব্র্যান্ডের নিশ্চয়তা আর দ্রুত ডেলিভারি - ক্যাম্পেইনের প্রতিটা স্তর বানানো হয়েছে শপারদের কম টাকায় বেশি ভ্যালু দিতে। মধ্যরাতের ডিলের রোমাঞ্চ হোক, ফ্ল্যাশ ভাউচারের সারপ্রাইজ হোক কিংবা ১৪ দিনের রিটার্নের নিশ্চয়তা প্রতিটা মুহূর্ত মিলে তৈরি করছে আরও বড় কিছু- যেখানে ডিজিটাল শপিং শুধু সহজ না হয়ে উঠছে আরও মজার আর ভরসার।
১০ নভেম্বর রাত ৮টায় ঘড়ির কাঁটা পড়লেই শুরু হবে বছরের সবচেয়ে বড় সেল। যারা কার্ট ভর্তি করে রেখেছেন আর সবসময় দারাজ অ্যাপ রেগুলার ভিজিট করছেন তাদের জন্য এটা হতে পারে সবচেয়ে এক্সাইটিং আর স্মার্ট শপিং ফেস্টিভাল।
নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর, ২০২৫, 6:24 PM
নভেম্বর মাস এলেই বাংলাদেশের অনলাইন শপিং জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়। লাখো মানুষের কাছে দারাজ ১১.১১ এখন আর শুধু সেল নয় বরং ডিজিটাল যুগের একটা উৎসব। এই সময়ে পরিবারগুলো অপেক্ষা করে বড় কেনাকাটার লিস্ট নিয়ে, ছাত্র-ছাত্রীরা দিনের পর দিন জমানো টাকা দিয়ে কিনে নেয় স্বপ্নের গ্যাজেট আর ফ্যাশন-সচেতন শপাররা ওয়ারড্রোব সাজায় এমন সব অফারে যেগুলো প্রায় বিশ্বাসই হয় না। দেশের সবচেয়ে বড় আর ভরসাযোগ্য অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আবারও এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে, প্রস্তুত উইশলিস্টগুলো বাস্তবে পরিণত করতে। এই ইয়ারের সবচেয়ে বড় সেল উৎসব শুরু হচ্ছে ১০ নভেম্বর রাত ৮টা থেকে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
এবারের ১১.১১ শুরু হচ্ছে সহজ একটি ধারণা নিয়ে - কেনাকাটাকে লাভজনক, সুবিধাজনক আর চিন্তামুক্ত করা। দারাজ গড়ে তুলেছে এমন একটা ইকোসিস্টেম যেখানে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর ব্র্যান্ডগুলোর সম্মিলিত প্রয়াস যাতে ক্রেতারা সাশ্রয়ী কেনাকাটা করতে পারে। ফ্ল্যাশ সেল আর মেগা ডিলে ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫% পর্যন্ত ছাড়, কালেক্টিবল ভাউচার, কার্ড ডিসকাউন্ট আর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার সবকিছু মিলে প্রতিটা অর্ডারকে করে তোলে সাশ্রয়ী। প্রযুক্তি, পেমেন্ট অপশনস আর ডেলিভারি নির্ভরযোগ্যতা এবারের ক্যাম্পেইনকে করে তুলেছে দ্য রিয়েল বস অফ ১১.১১।
১১.১১-এর বিশেষ আকর্ষণ জনপ্রিয় ১ টাকা গেম, যেখানে কেনাকাটা হয়ে উঠেছে পুরস্কারের প্রতিযোগিতায়। কাস্টমাররা সম্পূর্ণ ফ্রি-তে অংশ নিতে পারবে ১ টাকা দামের বিশেষ আইটেমে অর্ডার করে (১০০% ডিসকাউন্ট দিয়ে)। ইতিমধ্যে শুরু হওয়া এই গেম চলবে ২১ নভেম্বর পর্যন্ত যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা ১ টাকার আইটেম এন্ট্রি হিসেবে কাজ করবে বিশেষ পুরস্কারের জন্য যার মধ্যে আছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক -১ম পুরস্কার বিজয়ীর জন্য (ডেটল স্পন্সর করেছে), শ্রীলঙ্কায় কাপল ট্রিপ ২য় পুরস্কার বিজয়ীর জন্য (লোটো প্রদত্ত), রিভো এ১১ ইলেকট্রিক স্কুটার ৩য় পুরস্কার বিজয়ীর জন্য (রিভোর সৌজন্যে) এবং আরও অনেক কিছু।
আকর্ষণীয় পুরস্কার জিততে অংশগ্রহণকারীকে প্রথমত অবশ্যই ১ টাকা আইটেমে অর্ডার করতে হবে। এরপর ক্যাম্পেইন চলাকালিন সর্বোচ্চ সংখ্যক ডেলিভারিকৃত অর্ডারের সংখ্যার ভিত্তিতে (বাতিল/ফেরত অর্ডার বাদে) বিজয়ী নির্বাচন করা হবে যেখানে গ্র্যান্ড প্রাইজ বিজয়ীকে ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য কেনার শর্তও পূরণ করতে হবে। মানে প্রতিটা কেনাকাটা আপনাকে লিডারবোর্ডে উপরে নিয়ে যাবে। যা কেনাকাটার পরিপূর্ণ অভিজ্ঞতাকে গেমে পরিণত করে পুরস্কার জেতার সুযোগ তৈরি করে আর ক্রেতাদের উৎসাহিত করে ডিল খুঁজতে আর প্ল্যাটফর্মে একটিভ থাকতে।
গেম যদিও রোমাঞ্চ যোগ করে, কিন্তু ১১.১১-এর আসল ভিত্তি হলো এর শক্তিশালী পেমেন্ট পার্টনারশিপ নেটওয়ার্ক- যা সাশ্রয়কে করে তোলে স্বয়ংক্রিয়। এবারের ইভেন্ট নিয়ে এসেছে বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে সবচেয়ে বিশাল ব্যাংকিং ও পেমেন্ট পার্টনারদের লাইনআপ। কাস্টমাররা বিকাশ, নগদ, মাস্টারকার্ড, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দিয়ে পেমেন্ট করলে ২০% পর্যন্ত অতিরিক্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন। এছাড়াও, পাবেন ০% সুদে ৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা যেমনটা সবসময়ই থাকে।
ডিলের শেষ নেই। হাজার হাজার পণ্যে শপাররা পাবেন ১১, ১১১, ১,১১১, আর ১১,১১১ টাকার বিশেষ প্রাইস পয়েন্ট যা ব্রাউজিং কে করে তোলে ট্রেজার হান্টের মতো।
ব্র্যান্ড রাশ আওয়ার ইভেন্টগুলোতেও থাকবে বিশেষ ছাড়। শুরু হবে ১০ নভেম্বর রাত ৮টায় মিডনাইট রাশ আওয়ার দিয়ে, যেখানে থাকবে ৮% হাই ভ্যালু ভাউচার রাত ৮–৯টা আর রাত ১২–১টায়, এরপর থাকবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার যা যেকোন সময়ে ছাড়া হবে পুরো ক্যাম্পেইনে। থিমভিত্তিক শপিং ডেগুলো হবে আরও আকর্ষণীয়:
· ইলেকট্রিক্যাল টুয়েসডে
· বুধবারের বাজার
· বিউটি অ্যান্ড ওয়েলনেস থারসডে
· লাইফস্টাইল কোজি ফ্রাইডে
· চয়েস ডে স্যাটারডে
· ফ্যাশন ফরওয়ার্ড সানডে
· ডি- মল মানডে (দারাজমল মানডে)
প্রতিটা থিম বিশেষভাবে তুলে ধরবে আলাদা আলাদা পণ্য ক্যাটাগরি আর এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আবুল খায়ের, হায়ার, বাটা, লোটো, ইউনিলিভার, শান, গ্লোবাল ব্র্যান্ডস, মারিকো, মোশন ভিউ আর মিস্টিনের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোও আয়োজন করবে নিজস্ব ব্র্যান্ড ডে ক্যাটাগরি-নির্দিষ্ট অফার নিয়ে।
এবারের ১১.১১ ক্যাম্পেইনে দারাজ নিয়ে এসেছে দেশের সবচেয়ে নামকরা ব্র্যান্ড পার্টনারদের। হায়ার, লোটো, ইউনিলিভার, ডেটল আর হিমালয়া আছে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে। আর আবুল খায়ের, বাটা, মিস্টিন, শান, মারিকো, মোশন ভিউ আর ন্যাচারকেয়ার যুক্ত হয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। মামাআর্থ, অর্গানিক নিউট্রিশন, ফ্রেশ, এসিআই, টিপি লিংক আর নিওকেয়ার এসেছে সিলভার স্পন্সর হয়ে। মানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফ্যাশন, সৌন্দর্য, এফএমসিজি, লাইফস্টাইল সব ক্যাটাগরিতেই থাকবে প্রিমিয়াম কেনাকাটার অভিজ্ঞতা। এতসব হইচই এর মধ্যে দারাজমল থাকছে ভরসার জায়গা হিসেবে। দক্ষিণ এশিয়ার একমাত্র ভার্চুয়াল মল এই দারাজমল এখন হাজারো যাচাইকৃত দেশি-বিদেশি ব্র্যান্ডের ঠিকানা। সবকিছুতেই আছে আসল পণ্যের গ্যারান্টি আর শর্ত সাপেক্ষে তিনগুণ ক্যাশব্যাক। নতুন ডিজাইন আর চমৎকার বেগুনি রঙে সাজানো দারাজমল এখন বিশ্বাসের দরজা যেখানে অফিশিয়াল ব্র্যান্ড স্টোর থেকে নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন সবাই। দৈনন্দিন জিনিস থেকে শুরু করে দামি টেক পণ্য সবকিছুতেই মিলবে আসল জিনিসের নিশ্চয়তা, দ্রুত ডেলিভারি আর সহজ রিটার্ন সুবিধা।
দারাজ তাদের পণ্য রিটার্নের সময় বাড়িয়ে দিয়েছে পুরো প্ল্যাটফর্মে। আগে যেটা শুধু দারাজমল পণ্যে ছিল, এখন সেটা সব মার্কেটপ্লেস আইটেমেও পাওয়া যাচ্ছে যা টেক বিশ্লেষকদের মতে এক যুগান্তকারী পদক্ষেপ। ক্রেতারা অর্ডারকৃত পণ্য হাতে পাওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে যেকোনো পণ্য ফেরত দিতে পারবেন, যতক্ষণ সেটা প্রাথমিক অবস্থায় থাকে। অ্যাপ বা ওয়েবসাইট থেকে সরাসরি ফেরত দেওয়া যাবে, যেখানে ডেলিভারি চার্জও সংযুক্ত। বেশিরভাগ প্ল্যাটফর্ম যেখানে এক সপ্তাহ বা তারও কম সময় দেয় সেখানে দারাজের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা দেশের সবচেয়ে ক্রেতা-বান্ধব অনলাইন মার্কেটপ্লেস।
এই বিশ্বাস আরও পোক্ত হয় দারাজের দ্রুতগতির ডেলিভারি নেটওয়ার্কে- যেটা বাংলাদেশে সবচেয়ে ফাস্ট। ঢাকার বাইরের বেশিরভাগ অর্ডার তিন দিনের মধ্যে পৌঁছায় আর শহরে তো দুই দিনেই চলে আসে। সাইটজুড়ে আছে ডেলিভারি ছাড়/ভাউচার আর ৭৯৯ টাকার অর্ডারে ফ্রি ডেলিভারি সুবিধা। দারাজ চয়েস চ্যানেলের ব্যবহারকারীরা পাবেন আরও বাড়তি সুবিধা যেমন ৪টা পণ্য কিনলে ফ্রি ডেলিভারি আর ৫টা কিনলে ১টা ফ্রি পণ্য সাথে ফ্রি ডেলিভারি মানে সেভিংস এর সুযোগ থাকছে আরও বেশি।
সহজ কথায়, দারাজ ১১.১১ শুধু সেল না এটা একটা ইকোসিস্টেম যেখানে মিশে আছে বিনোদন, প্রযুক্তি আর ভরসা। কালেক্টিবল ভাউচার আর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থেকে শুরু করে আসল ব্র্যান্ডের নিশ্চয়তা আর দ্রুত ডেলিভারি - ক্যাম্পেইনের প্রতিটা স্তর বানানো হয়েছে শপারদের কম টাকায় বেশি ভ্যালু দিতে। মধ্যরাতের ডিলের রোমাঞ্চ হোক, ফ্ল্যাশ ভাউচারের সারপ্রাইজ হোক কিংবা ১৪ দিনের রিটার্নের নিশ্চয়তা প্রতিটা মুহূর্ত মিলে তৈরি করছে আরও বড় কিছু- যেখানে ডিজিটাল শপিং শুধু সহজ না হয়ে উঠছে আরও মজার আর ভরসার।
১০ নভেম্বর রাত ৮টায় ঘড়ির কাঁটা পড়লেই শুরু হবে বছরের সবচেয়ে বড় সেল। যারা কার্ট ভর্তি করে রেখেছেন আর সবসময় দারাজ অ্যাপ রেগুলার ভিজিট করছেন তাদের জন্য এটা হতে পারে সবচেয়ে এক্সাইটিং আর স্মার্ট শপিং ফেস্টিভাল।