CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

বিশ্ব এনাটমি ডে অনুষ্ঠিত

#
news image

শারীরস্থানবিদ্যার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি-বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করা এবং মিল উদযাপনের পাশাপাশি পার্থক্যগুলিকে স্বীকৃতি দেওয়া।” প্রতিপাদ্যে আন্তর্জাতিক শারীরস্থান সম্প্রদায়ের মধ্যে ঐক্য, বৈচিত্র্য ও সহযোগিতার বার্তা দিয়ে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশ্ব এনাটমি ডের র র‍্যালি অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পদ্মা হলে অনুষ্ঠিত হয় এনাটমিস্টদের দ্বারা বডি পেইন্টিং( বাংলাদেশে প্রথমবারের মতো), পোস্টার প্রেজেন্টেশন ও এনাটমি মডেল তৈরির প্রতিযোগিতা, এবং এনাটমির শিক্ষকদের জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বিষয়ক একটি কর্মশালা যা পরিচালনা করেন এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ল্ড এনাটমি ডে ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ মুশফিকা রহমান। সারাদেশ থেকে প্রায় ১২০ জন এনাটমিস্ট এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ শামীম আরা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এএইচ এম মোস্তফা কামাল, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, অধ্যাপক ডাঃ রোকসানা আহমেদ, স্বনামধন্য এনাটমির অধ্যাপক ডাঃ খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডাঃ শহানাজ বেগম, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ও চেয়ারম্যান, এনাটমি বিভাগ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাহিদ ফারহানা আমিন সহ আরোও অনেক প্রখ্যাত এনাটমি বিষয়ক শিক্ষক। এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের বর্তমান সভাপতি অধ্যাপক ডাঃ শামীম আরা বলেন যে, প্রথমবারের নেয়া প্রতিটি ধাপ খুব ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতেও এধরণের আরো উদ্যোগ এএসবি গ্রহন করবে। এএসবির সাধারণ সম্পাদক এএইচ এম মোস্তফা কামাল আরো যুক্ত করেন যে ভবিষ্যতে মেডিক্যাল শিক্ষার্থীদেরকেও এই আয়োজনে যুক্ত করা যেতে পারে। প্রথমবারের মতো এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ASB)-এর উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হলো এই দিবসটি। উল্লেখ্য যে, আধুনিক এনাটমির জনক এন্ড্রিয়াস ভ্যাসালিয়াস ১৫৬৪ সালে ১৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। এন্ড্রিয়াস ভ্যাসালিয়াস এর স্মরণে প্রতি বছর ১৫ অক্টোবর, সারা বিশ্বে পালিত হয় ‘ওয়ার্ল্ড এনাটমি ডে’।

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫,  10:03 PM

news image

শারীরস্থানবিদ্যার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি-বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করা এবং মিল উদযাপনের পাশাপাশি পার্থক্যগুলিকে স্বীকৃতি দেওয়া।” প্রতিপাদ্যে আন্তর্জাতিক শারীরস্থান সম্প্রদায়ের মধ্যে ঐক্য, বৈচিত্র্য ও সহযোগিতার বার্তা দিয়ে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিশ্ব এনাটমি ডের র র‍্যালি অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির পদ্মা হলে অনুষ্ঠিত হয় এনাটমিস্টদের দ্বারা বডি পেইন্টিং( বাংলাদেশে প্রথমবারের মতো), পোস্টার প্রেজেন্টেশন ও এনাটমি মডেল তৈরির প্রতিযোগিতা, এবং এনাটমির শিক্ষকদের জন্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বিষয়ক একটি কর্মশালা যা পরিচালনা করেন এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ওয়ার্ল্ড এনাটমি ডে ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ মুশফিকা রহমান। সারাদেশ থেকে প্রায় ১২০ জন এনাটমিস্ট এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ শামীম আরা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ এএইচ এম মোস্তফা কামাল, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, অধ্যাপক ডাঃ রোকসানা আহমেদ, স্বনামধন্য এনাটমির অধ্যাপক ডাঃ খন্দকার মানজারে শামীম, অধ্যাপক ডাঃ শহানাজ বেগম, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ও চেয়ারম্যান, এনাটমি বিভাগ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাহিদ ফারহানা আমিন সহ আরোও অনেক প্রখ্যাত এনাটমি বিষয়ক শিক্ষক। এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের বর্তমান সভাপতি অধ্যাপক ডাঃ শামীম আরা বলেন যে, প্রথমবারের নেয়া প্রতিটি ধাপ খুব ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতেও এধরণের আরো উদ্যোগ এএসবি গ্রহন করবে। এএসবির সাধারণ সম্পাদক এএইচ এম মোস্তফা কামাল আরো যুক্ত করেন যে ভবিষ্যতে মেডিক্যাল শিক্ষার্থীদেরকেও এই আয়োজনে যুক্ত করা যেতে পারে। প্রথমবারের মতো এনাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ASB)-এর উদ্যোগে বাংলাদেশে উদযাপিত হলো এই দিবসটি। উল্লেখ্য যে, আধুনিক এনাটমির জনক এন্ড্রিয়াস ভ্যাসালিয়াস ১৫৬৪ সালে ১৫ অক্টোবর মৃত্যুবরণ করেন। এন্ড্রিয়াস ভ্যাসালিয়াস এর স্মরণে প্রতি বছর ১৫ অক্টোবর, সারা বিশ্বে পালিত হয় ‘ওয়ার্ল্ড এনাটমি ডে’।