মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস
১৬ অক্টোবর, ২০২৫, 4:14 PM
বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেন। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৫৬ শতাংশ। সেই অনুযায়ী এবারে পাসের হার কমেছে ২৭.০৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।
২০২৪ সালের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। এ বছর ৮ হাজার ৩৫ জন কমে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।
এদিকে, মোট ৬৬৬টি কলেজের মধ্যে শূন্য প্রাপ্ত কলেজের সংখ্যা ৪৩টি। যা গতবার ছিল ২০টি। অর্থাৎ এবার শূন্য পাশে ২৩টি কলেজে বেড়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।
এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৪৩টি কলেজের ১৭৯ জন শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য।
এবার বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন, পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।
মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন, পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন, পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।
মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস
১৬ অক্টোবর, ২০২৫, 4:14 PM
বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফল নিশ্চিত করেন। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৫৬ শতাংশ। সেই অনুযায়ী এবারে পাসের হার কমেছে ২৭.০৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা।
২০২৪ সালের এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। এ বছর ৮ হাজার ৩৫ জন কমে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রীদের পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।
এদিকে, মোট ৬৬৬টি কলেজের মধ্যে শূন্য প্রাপ্ত কলেজের সংখ্যা ৪৩টি। যা গতবার ছিল ২০টি। অর্থাৎ এবার শূন্য পাশে ২৩টি কলেজে বেড়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।
এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ৪৩টি কলেজের ১৭৯ জন শিক্ষার্থী শতভাগ অকৃতকার্য।
এবার বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন, পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ।
মানবিক বিভাগে ৭৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন, পাশের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন, পাশের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।