CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল রোববার, জানা যাবে যেভাবে

#
news image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের (উত্তরপত্র পুনঃনিরীক্ষণ) ফল আগামী রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে কীভাবে ফল জানা যাবে, তাও জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফল জানা যাবে যেভাবে: মোবাইল ফোনের মেসেজ অপশনে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-ঝঝঈ উঐঅ জঙখখ ণঊঅজ)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এদিকে, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো উধশযরষ<>ইড়ধৎফ ঘধসব [ঋরৎংঃ ৩ খধঃঃবৎ]<>জড়ষষ<>ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উধশযরষ গধফ ১২৩৪৫৬ ২০২৪ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ঝঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ খবঃঃবৎং) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: ঝঝঈ ঞবপ ১২৩৪৫৬ ২০২৪ ঝবহফ ঃড় ১৬২২২।

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৫,  8:16 PM

news image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের (উত্তরপত্র পুনঃনিরীক্ষণ) ফল আগামী রোববার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে কীভাবে ফল জানা যাবে, তাও জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফল জানা যাবে যেভাবে: মোবাইল ফোনের মেসেজ অপশনে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-ঝঝঈ উঐঅ জঙখখ ণঊঅজ)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এদিকে, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো উধশযরষ<>ইড়ধৎফ ঘধসব [ঋরৎংঃ ৩ খধঃঃবৎ]<>জড়ষষ<>ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উধশযরষ গধফ ১২৩৪৫৬ ২০২৪ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ঝঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ খবঃঃবৎং) জড়ষষ ণবধৎ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: ঝঝঈ ঞবপ ১২৩৪৫৬ ২০২৪ ঝবহফ ঃড় ১৬২২২।