CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

কিয়েভে রুশ হামলায় নিহত বেড়ে ২৮

#
news image

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে চালানো ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। শুক্রবার সকালে ধ্বংসস্তূপ থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮। এর মধ্যে তিনজন শিশু।


রাশিয়ার ছোঁড়া ৩০০টিরও বেশি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কিয়েভে আঘাত হানে। নিহত শিশুদের মধ্যে অন্য দুজনের বয়স ছিল ছয় ও সতেরো বলে জানান প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক।

দেশটির জরুরি সেবা বিভাগ জানায়, আহতদের মধ্যে ১৬ জন শিশু। রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভে কোনও একক হামলায় এটাই সবচেয়ে বেশি শিশু হতাহত হওয়ার ঘটনা।

শুক্রবার কিয়েভে শোকদিবস পালন করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী স্বিরিদেনকো বলেছেন, বিশ্বের কাছে রাশিয়াকে বিচারের মুখোমুখি করার সব প্রমাণ রয়েছে। যা নেই, তা হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার আচরণ ঘৃণাজনক। তবে তিনি এই আক্রমণ ঠেকাতে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ৮ আগস্টের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সময়সীমা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ বন্ধ না হলে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২৫,  6:54 PM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে চালানো ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। শুক্রবার সকালে ধ্বংসস্তূপ থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮। এর মধ্যে তিনজন শিশু।


রাশিয়ার ছোঁড়া ৩০০টিরও বেশি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কিয়েভে আঘাত হানে। নিহত শিশুদের মধ্যে অন্য দুজনের বয়স ছিল ছয় ও সতেরো বলে জানান প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক।

দেশটির জরুরি সেবা বিভাগ জানায়, আহতদের মধ্যে ১৬ জন শিশু। রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর থেকে রাজধানী কিয়েভে কোনও একক হামলায় এটাই সবচেয়ে বেশি শিশু হতাহত হওয়ার ঘটনা।

শুক্রবার কিয়েভে শোকদিবস পালন করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী স্বিরিদেনকো বলেছেন, বিশ্বের কাছে রাশিয়াকে বিচারের মুখোমুখি করার সব প্রমাণ রয়েছে। যা নেই, তা হলো রাজনৈতিক ইচ্ছাশক্তি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার আচরণ ঘৃণাজনক। তবে তিনি এই আক্রমণ ঠেকাতে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ৮ আগস্টের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সময়সীমা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ বন্ধ না হলে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।