CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

রাজাপুর প্রেস ক্লাব নির্বাচন-২০২৫, সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান নির্বাচিত

#
news image

ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে মোঃ বরকত হোসেন মৃধা ১৯ ভোট, মোঃ শামসুল আলম বাবুল ১৮ ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে গোপাল কর্মকার এবং কোষাধ্যক্ষ পদে মোঃ বুলবুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান রনি ১৯ ভোট, এম খাইরুল ইসলাম পলাশ ১৮ ভোট, মোঃ এনামুল হোসেন খান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

 

নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উপস্থিতি। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ঝালকাঠি প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৫,  3:08 PM

news image

ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে মোঃ বরকত হোসেন মৃধা ১৯ ভোট, মোঃ শামসুল আলম বাবুল ১৮ ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ খলিলুর রহমান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে গোপাল কর্মকার এবং কোষাধ্যক্ষ পদে মোঃ বুলবুল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাহী সদস্য পদে আরিফুর রহমান রনি ১৯ ভোট, এম খাইরুল ইসলাম পলাশ ১৮ ভোট, মোঃ এনামুল হোসেন খান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

 

নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উপস্থিতি। শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।