নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৫, 4:40 PM
অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে। মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
এই তথ্য জানানোর কিছুক্ষণ পরই পৃথক এক স্ট্যাটাসে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে এই তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে এবং সরকার ন্যায্য যেকোনো দাবি মানতে দায়বদ্ধ।
শিক্ষার্থীদের ক্ষোভ ও সচিবালয়ে প্রবেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা গত রাতেই ক্ষোভ প্রকাশ করেন। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন। পরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলেও একপর্যায়ে বাধা ডিঙিয়ে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। এই উদ্ভূত পরিস্থিতিতেই শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
এইচএসসি পরীক্ষা স্থগিত
এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষাপটে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই, ২০২৫, 4:40 PM
অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে। মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
এই তথ্য জানানোর কিছুক্ষণ পরই পৃথক এক স্ট্যাটাসে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে এই তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে এবং সরকার ন্যায্য যেকোনো দাবি মানতে দায়বদ্ধ।
শিক্ষার্থীদের ক্ষোভ ও সচিবালয়ে প্রবেশ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা গত রাতেই ক্ষোভ প্রকাশ করেন। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন। পরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলেও একপর্যায়ে বাধা ডিঙিয়ে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। এই উদ্ভূত পরিস্থিতিতেই শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
এইচএসসি পরীক্ষা স্থগিত
এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষাপটে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।