নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৫, 3:06 PM
দেশের সাম্প্রতিক নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এর প্রতিবাদে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক করে আওয়ামীপন্থি শিক্ষকদের বিরুদ্ধে মামলার দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
ওই বিবৃতিতে ৭১ জন শিক্ষক সই করেন। এ নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভিসির সঙ্গে সাদা দলের বৈঠক হয়। এসময় বিবৃতি দেওয়া শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ কয়েকটি দাবি জানান সাদা দলের শিক্ষক নেতারা।
তাদের দাবিগুলোর মধ্যে- নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদের অবিলম্বে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা; পতিত সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টকে অবিলম্বে প্রত্যাহার করা; আগের প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোনো সুবিধা না দেওয়া এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে অবিলম্বে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
দাবি বাস্তবায়নে সাত দিন সময় দিয়েছে সাদা দল। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৈঠক শেষে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট কার্যক্রম বৃদ্ধির বিষয়ে নানা সমালোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিস্টের দোসরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনাকে হত্যার নির্দেশে যারা সহায়তা করেছিল, তারা একটি বিবৃতি দিয়েছে। আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা দোসরদের মধ্যে যারা এখনো বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়। এ বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারাদেশের জন্যই প্রযোজ্য।
সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার কর্মসূচি ঘোষণা করে বলেন, বিশেষত গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘বুদ্ধিজীবী’ পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ দাবিতে আগামী রোববার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই, ২০২৫, 3:06 PM
দেশের সাম্প্রতিক নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এর প্রতিবাদে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক করে আওয়ামীপন্থি শিক্ষকদের বিরুদ্ধে মামলার দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
ওই বিবৃতিতে ৭১ জন শিক্ষক সই করেন। এ নিয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভিসির সঙ্গে সাদা দলের বৈঠক হয়। এসময় বিবৃতি দেওয়া শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ কয়েকটি দাবি জানান সাদা দলের শিক্ষক নেতারা।
তাদের দাবিগুলোর মধ্যে- নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদের অবিলম্বে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা; পতিত সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টকে অবিলম্বে প্রত্যাহার করা; আগের প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোনো সুবিধা না দেওয়া এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে অবিলম্বে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
দাবি বাস্তবায়নে সাত দিন সময় দিয়েছে সাদা দল। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৈঠক শেষে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট কার্যক্রম বৃদ্ধির বিষয়ে নানা সমালোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিস্টের দোসরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনাকে হত্যার নির্দেশে যারা সহায়তা করেছিল, তারা একটি বিবৃতি দিয়েছে। আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা দোসরদের মধ্যে যারা এখনো বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়। এ বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারাদেশের জন্যই প্রযোজ্য।
সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার কর্মসূচি ঘোষণা করে বলেন, বিশেষত গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের ‘বুদ্ধিজীবী’ পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ দাবিতে আগামী রোববার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।