CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

ধর্ষক এবং ধর্ষনের ভিডিও ধারণকারীদের কঠোর শাস্তির দাবি: জাসদ

#
news image

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৯ জুন ২০২৫ শনিবার এক বিবৃতিতে মুরাদ নগরের ধর্ষক এবং ধর্ষণের ঘটনার ভিডিও ধারণকারীদের কঠোর শাস্তি দাবি করেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, দেশে মব সন্ত্রাসী, গ্যাং সন্ত্রাসী এবং ধর্মান্ধ জঙ্গীবাদীদের সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা দেয়া ও  বিচারালয় কর্তৃক তাদের সমাদরের ঘটনা নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সমাজের দুর্বল বিপন্ন অংশের বিপন্নতা মারাত্মকভাবে বেড়েই চলেছে। নারীকে হেনস্তা করা, নির্যাতন করা, ধর্ষণ করা এবং অপরাধের শিকার নারীর উপরই দোষ চাপিয়ে দেয়া সাধারণ ঘটনায় পরিনত হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর ক্ষমতাবান পুরুষদের রাজনৈতিক ক্ষমতা, আইন হাতে তুলে নেয়াসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘঠনের পাশাপাশি নারীর উপর দখলদারিত্ব অবদমন, লাঞ্চনা, নির্যাতনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। জাসদ বিবৃতিতে বলা হয়, অবৈধ দখল থেকে রাষ্ট্রকে মুক্ত করা, মবতান্ত্রিক শাসন ও ধর্মান্ধ জঙ্গীবাদের উচ্ছেদের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, নারীর প্রতি সহিংসতার অবসান করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  8:30 PM

news image
প্রতিকি ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৯ জুন ২০২৫ শনিবার এক বিবৃতিতে মুরাদ নগরের ধর্ষক এবং ধর্ষণের ঘটনার ভিডিও ধারণকারীদের কঠোর শাস্তি দাবি করেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, দেশে মব সন্ত্রাসী, গ্যাং সন্ত্রাসী এবং ধর্মান্ধ জঙ্গীবাদীদের সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা দেয়া ও  বিচারালয় কর্তৃক তাদের সমাদরের ঘটনা নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ সমাজের দুর্বল বিপন্ন অংশের বিপন্নতা মারাত্মকভাবে বেড়েই চলেছে। নারীকে হেনস্তা করা, নির্যাতন করা, ধর্ষণ করা এবং অপরাধের শিকার নারীর উপরই দোষ চাপিয়ে দেয়া সাধারণ ঘটনায় পরিনত হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর ক্ষমতাবান পুরুষদের রাজনৈতিক ক্ষমতা, আইন হাতে তুলে নেয়াসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘঠনের পাশাপাশি নারীর উপর দখলদারিত্ব অবদমন, লাঞ্চনা, নির্যাতনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। জাসদ বিবৃতিতে বলা হয়, অবৈধ দখল থেকে রাষ্ট্রকে মুক্ত করা, মবতান্ত্রিক শাসন ও ধর্মান্ধ জঙ্গীবাদের উচ্ছেদের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, নারীর প্রতি সহিংসতার অবসান করা সম্ভব হবে।