CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, বাঙ্কারে ইসরায়েলিরা

#
news image

ঢাকা : ফের ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরে বাঙ্কারে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা।

পোস্টে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।

একইসঙ্গে ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে (বাঙ্কার) যেতে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে।

গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে ৬৩৯ জন নিহত হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা।

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুন, ২০২৫,  9:43 PM

news image

ঢাকা : ফের ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরে বাঙ্কারে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা।

পোস্টে বলা হয়, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।

একইসঙ্গে ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে (বাঙ্কার) যেতে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে।

গত ১২ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে ৬৩৯ জন নিহত হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইরানের হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ইহুদিবাদীরা।