CKEditor 5 Sample
ঢাকা ২১ নভেম্বর, ২০২৫

মামদানিকে প্রিয়াংকার অভিনন্দন

#
news image

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। তিনি নিউইয়র্কের ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের দল রিপাবলিকান  প্রার্থীর প্রার্থী কার্টিস স্লিওয়ারের থেকে প্রায় সাতগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়েছেন মামদানি। তার এই জয় ইতিহাস রচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রে কেননা তার এই জয়ে প্রথমবারের মতো নিউইয়র্ক সিটি কোন মুসলিম মেয়র পেল। সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস সৃষ্টি হলো। অভিনন্দন, মীরা নায়র।’ স্টোরিতে প্রিয়াঙ্কা জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। পোস্টে জোহরানের মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ও অভিনন্দন জানান দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন এবং সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে আসেন। সেখানে তিনি ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোওডেন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। মামদানির স্ত্রী ২৭ বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি। তার সাথে ডেটিং অ্যাপ “হিঞ্জ” এর মাধ্যমে মামদানির পরিচয় হয়েছিল। এছাড়া তার মা মীরা নায়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার বাবা-মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৫,  6:21 PM

news image

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। তিনি নিউইয়র্কের ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের দল রিপাবলিকান  প্রার্থীর প্রার্থী কার্টিস স্লিওয়ারের থেকে প্রায় সাতগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়েছেন মামদানি। তার এই জয় ইতিহাস রচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রে কেননা তার এই জয়ে প্রথমবারের মতো নিউইয়র্ক সিটি কোন মুসলিম মেয়র পেল। সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস সৃষ্টি হলো। অভিনন্দন, মীরা নায়র।’ স্টোরিতে প্রিয়াঙ্কা জোহরানের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের একটি স্ক্রিনশটও শেয়ার করেন। পোস্টে জোহরানের মা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ও অভিনন্দন জানান দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। মামদানি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন এবং সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে আসেন। সেখানে তিনি ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোওডেন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। মামদানির স্ত্রী ২৭ বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি। তার সাথে ডেটিং অ্যাপ “হিঞ্জ” এর মাধ্যমে মামদানির পরিচয় হয়েছিল। এছাড়া তার মা মীরা নায়ার একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং বাবা অধ্যাপক মাহমুদ মামদানি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার বাবা-মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।