CKEditor 5 Sample
ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬

তপন বাগচীর ভাওয়াইয়া, মীম উদাসীর কণ্ঠে

#
news image

খ্যাতিমান গীতিকবি ড. তপন বাগচীর লেখা ভাওয়াইয়া গান গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মীম উদাসী। ‘ঢালুয়া খোঁপাত মনটা রে মোর বান্ধা পড়ি আচে’-- এরকম কথার গানটির সুর দিয়েছেন কুড়িগ্রামের বিখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী পঞ্চানন রায়।
গানটির ব্যাপারে তপন বাগচী ভোরের কাগজকে জানান, একটি গবেষণার কাজে কয়েক মাস আমি কুড়িগ্রামে উলিপুরে ছিলাম। সেখানে সাধারণ মানুষের মুখের ভাষা শুনতে শুনতে অনেকখানি আয়ত্ত হয়ে যায়। পরে ভাওয়াইয়া গানে সেই অভিজ্ঞতা প্রয়োগ করি। আর এতে সুর দেন উলিপুরেরই শিল্পী পঞ্চানন রায়। এটি রংপুর বেতারসহ বিভিন্ন প্লাটফর্মে পরিবেশন করেছেন তিনি। ওই গানটিই এবার মীম উদাসী তাদের ‘উদাস বাউল গান’ নামক চ্যানেলে প্রচার করেছে।

গানের সুরকার পঞ্চানন রায় জানান, তপন বাগচীর বেশ কয়েকটি গানে আমি সুর করে গেয়েছি। রংপুর অঞ্চলের মানুষ না হয়েও যে এত সুন্দর ভাওয়াইয়া গান লেখেন, তা ভাবনারও অতীত। আমার অনেক আগের সুর করা গানটি এই প্রজন্মের নবীন শিল্পী মীম উদাসীর কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে। শিল্পী মীম উদাসী বলেন, আমরা নিয়মিত গান গাই আর আমাদের চ্যানেলে আপলোড করি। এর আগে তপন বাগচীর লেখা ৪টি গান আমরা গেয়েছি। কিন্তু এই গানটি খুবই আলাদা স্বাদের। আশা করি আমাদের শ্রোতারা এটি সানন্দের গ্রহণ করবেন। গানের সঙ্গে ঢোল বাজিয়েছেন বিদুৎ কুমার,  ব্যাঞ্জো বাজিয়েছেন সোহান উদাস এবং মন্দিরা বাজিয়েছেন নূর ইসলাম। গানটি ভিডিও করেছেন খালিদ হাসান।

গানের লিংক: যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=উফএঃধশকীুভট

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:23 PM

news image

খ্যাতিমান গীতিকবি ড. তপন বাগচীর লেখা ভাওয়াইয়া গান গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মীম উদাসী। ‘ঢালুয়া খোঁপাত মনটা রে মোর বান্ধা পড়ি আচে’-- এরকম কথার গানটির সুর দিয়েছেন কুড়িগ্রামের বিখ্যাত সুরকার ও কণ্ঠশিল্পী পঞ্চানন রায়।
গানটির ব্যাপারে তপন বাগচী ভোরের কাগজকে জানান, একটি গবেষণার কাজে কয়েক মাস আমি কুড়িগ্রামে উলিপুরে ছিলাম। সেখানে সাধারণ মানুষের মুখের ভাষা শুনতে শুনতে অনেকখানি আয়ত্ত হয়ে যায়। পরে ভাওয়াইয়া গানে সেই অভিজ্ঞতা প্রয়োগ করি। আর এতে সুর দেন উলিপুরেরই শিল্পী পঞ্চানন রায়। এটি রংপুর বেতারসহ বিভিন্ন প্লাটফর্মে পরিবেশন করেছেন তিনি। ওই গানটিই এবার মীম উদাসী তাদের ‘উদাস বাউল গান’ নামক চ্যানেলে প্রচার করেছে।

গানের সুরকার পঞ্চানন রায় জানান, তপন বাগচীর বেশ কয়েকটি গানে আমি সুর করে গেয়েছি। রংপুর অঞ্চলের মানুষ না হয়েও যে এত সুন্দর ভাওয়াইয়া গান লেখেন, তা ভাবনারও অতীত। আমার অনেক আগের সুর করা গানটি এই প্রজন্মের নবীন শিল্পী মীম উদাসীর কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে। শিল্পী মীম উদাসী বলেন, আমরা নিয়মিত গান গাই আর আমাদের চ্যানেলে আপলোড করি। এর আগে তপন বাগচীর লেখা ৪টি গান আমরা গেয়েছি। কিন্তু এই গানটি খুবই আলাদা স্বাদের। আশা করি আমাদের শ্রোতারা এটি সানন্দের গ্রহণ করবেন। গানের সঙ্গে ঢোল বাজিয়েছেন বিদুৎ কুমার,  ব্যাঞ্জো বাজিয়েছেন সোহান উদাস এবং মন্দিরা বাজিয়েছেন নূর ইসলাম। গানটি ভিডিও করেছেন খালিদ হাসান।

গানের লিংক: যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=উফএঃধশকীুভট